অ্যাশেজের আগে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, ছিটকে গেল আরেক তারকা

বেশ আগে থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। ২১ নভেম্বর থেকে গড়াতে যাওয়া এই সিরিজের আগে স্বাগতিক অস্ট্রেলিয়া একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত। আগেই প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। এরপর শন অ্যাবট এবং আজ (শনিবার) জশ হ্যাজলউড হ্যামস্ট্রিংয়ে চোটের পড়ে সেই তালিকায় যুক্ত হলেন।
পার্থে অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর। গত বুধবার নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজলউড। প্রথমে তাকে ঝুঁকিমুক্ত বলা হলেও, পরবর্তীতে স্ক্যানের পর মাংসপেশীর চোট ধরা পড়ে। এর আগে পিঠের চোটের কারণে কামিন্স ছিটকে যান প্রথম ম্যাচ থেকে, হ্যাজলউডও না থাকা মানে নিজেদের আক্রমণভাগের প্রথম দুই তারকাকে ছাড়াই পার্থে নামতে হবে অজিদের।
অস্ট্রেলিয়ার প্রাথমিক পছন্দের তালিকায় থাকা মিচেল স্টার্কের সঙ্গে একাদশে যুক্ত হবেন স্কট বোল্যান্ড ও অনভিষিক্ত ব্রেন্ডন ডগেট। এ ছাড়া স্কোয়াডে যুক্ত করা হয়েছে তরুণ পেসার মাইকেল নেসারকে। প্রথম শ্রেণির ক্রিকেটে চারশর বেশি উইকেট নেওয়া এই পেসার ২০২১ ও ২০২২ সালে দুটি টেস্ট খেলে সাত উইকেট নিয়েছেন। এরপর আর আন্তর্জাতিক টেস্ট খেলা হয়নি নেসারের। এবারও একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম।
স্টার্ক-বোল্যান্ডের সঙ্গে অ্যাশেজের প্রথম টেস্টে ৩১ বছর বয়সী পেসার ডগেটের অভিষেক হতে পারে। তিনি ফর্মেও আছেন ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে। যেখানে দুই ম্যাচে ডগেট ১৩টি উইকেট নিয়েছেন। সবমিলিয়ে রোমাঞ্চকর অ্যাশেজে তুলনামূলক কম অভিজ্ঞ পেসারদের নিয়েই নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। হ্যাজলউডকে এর আগের মৌসুমেও চোটের কারণে ভুগতে হয়েছিল। অনুপস্থিত ছিলেন ভারতের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচের টেস্ট সিরিজে।
এএইচএস