পিএসএলে বাড়ছে দল সংখ্যা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পথ ধরে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেট। পাকিস্তান সুপার লিগও (পিএসএল) এ যাত্রায় অনেক পথ এগিয়েছে। এই টুর্নামেন্টটিকে আরো আকর্ষণীয় করতে সামনের আসরে বড় পতিবর্তন আনছে লিগ কতৃপক্ষ।
পিএসএলে বর্তমানে খেলে ৬টি দল। সামনের আসরে বাড়বে দল সংখ্যা। নতুন করে যুক্ত হচ্ছে আরও ২টি দল। ফলে মোট দলসংখ্যা হবে ৮। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।
নাকভি বলেন, ‘নতুন দুটি স্বপ্নের সময়। পিএসএল আরও বড় হচ্ছে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রির প্রক্রিয়াও শুরু হয়েছে।’
পিএসএলে দল কিনতে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী ফ্র্যাঞ্চাইজি মালিকরা। ইতোমধ্যেই সম্ভাব্য দলের নামও ঠিক করে রেখেছে পিসিবি।
হায়দরাবাদ, সিয়ালকোট, মুজাফরাবাদ, ফয়সালাবাদ, গিলগিট ও রাওয়ালপিন্ডি এই শহরগুলোর নাম থেকে যেকোনো দুটি নামে আগামী আসরে যুক্ত হবে দুটি নতুন দল।
এইচজেএস