অ্যাশেজের প্রথম টেস্টের দলে কারা, জানাল ইংল্যান্ড

অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের অ্যাশেজ মিশন শুরু হচ্ছে। শুক্রবার পার্থে হবে প্রথম টেস্ট। ম্যাচের দুই দিন আগে দল ঘোষণা করেছে তারা।
আজ (বুধবার) ১২ জনের দল দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এই দলে অফস্পিনার শোয়েব বশিরের সঙ্গে চার জন ফ্রন্টলাইন পেস বোলারকে রাখা হয়েছে।
গতি তারকা জশ টাংয়ের জায়গা হয়নি। ব্রাইডন কার্সকে রাখা হয়েছে। জ্যাকব বেথেলকে বাদ দিয়ে তিন নম্বরে জায়গা ধরে রেখেছেন অলি পোপ।

গত সপ্তাহে ইনজুরির শঙ্কায় পড়েছিলে মার্ক উড। মঙ্গলবার ফিটনেস প্রমাণে নেটে ঝড় তুলেছিলেন এই পেসার। তবে তাকে খেলার ব্যাপারে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে চান নির্বাচকরা। এজন্যই মূলত একজন বেশি নেওয়া হয়েছে দলে।
প্রাণবন্ত উইকেটে পেস আক্রমণ নিয়েই নামার সিদ্ধান্ত নিলে কার্স, জোফরা আর্চার ও গাস অ্যাটকিনসনের সঙ্গে দেখা যাবে উডকে।
ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, মার্ক উড।