সাকিবের পাশে তাইজুল

গত বছর সেপ্টেম্বরে কানপুর টেস্টে ভারতের বিপক্ষে চার উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। তারপর আর খেলেননি তিনি। এরপর তাইজুল ইসলাম দলের মূল স্পিনার। সাকিবের অনুপস্থিতিতে বেশ ভালোভাবে স্পিন বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আজ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শীর্ষ টেস্ট বোলারের আসনে সাকিবের পাশে বসেছেন তাইজুল।
রাজনৈতিক প্রেক্ষাপটে সাকিব অধ্যায় শেষ বলা চলে। তাকে ছাড়া বাংলাদেশের হয়ে শেষ ১০ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল। আজ প্রথম সেশনের শেষ দিকে দুটি উইকেট নেন তিনি। তারপর ম্যাথু হামফ্রেসকে খালেদ আহমেদের ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে গুটিয়ে দেন এই বাঁহাতি স্পিনার।

৩৫.৩ ওভারে ৬ মেডেনে ৭৬ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি। তাতে ৫৭ ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়াল ২৪৬। এতদিন ধরে শীর্ষ টেস্ট বোলারের তালিকায় সাকিব ছিলেন। এবার তাইজুল তার পাশে বসলেন।
আগের দিন হ্যারি টেক্টরকে ফেরান তাইজুল। নতুন দিনে প্রতিরোধ গড়েছিলেন লরকান টাকার ও স্টিফেন ডোহেনি। তাদের ৮১ রানের জুটি ভেঙে দেন তাইজুল। ৪৬ রানে বোল্ড হন ডোহেনি।
এক বল বিরতি দিয়ে অ্যান্ডি ম্যাকব্রাইনকে খালি হাতে ফেরান তাইজুল। এই আইরিশ ব্যাটারও বোল্ড হন।
তাইজুলের ১১ বছরের ক্যারিয়ারে ৩১.৪ গড় ও ৩.০৫ ইকোনমি। এক ইনিংসে কমপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন ১৭ বার, ১০ উইকেট দুইবার। ক্যারিয়ার সেরা বোলিং ৩৯ রানে ৮ উইকেট।
এফএইচএম/