হামজাদের ফলাফলে অনুপ্রাণিত ফয়সালরা চীনে কোয়ালিফাই করতে চায়

আগামীকাল চীনে শুরু হচ্ছে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে আজ হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দুই জনই বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল আসরে খেলার আশা ব্যক্ত করেছেন।
বাংলাদশে দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা আমাদের নিজেদেরকে ফোকাস করবো, আমাদের গেম প্ল্যানে আমরা থাকবো এবং আমরা ম্যাচ বাই ম্যাচ, আমরা ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করব এবং আমরা কোয়ালিফাই করার জন্য এখানে আসছি।’
বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, বাহরাইন, শ্রীলঙ্কা, তিমুরলেস্তে ও ব্রুনাই। প্রতিপক্ষ নিয়ে কোচের পর্যবেক্ষণ,'এখানে সবাই ভালো টিম। চায়না এবং বাহরাইন তাদের স্ট্রং ফুটবল স্ট্রাকচার আছে আর বাকি যারা আছে তারা হলো ইস্ট টিমর, ব্রুনাই এবং শ্রীলঙ্কা। তারাও ইমপ্রুভিং।'
আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২ টায় তিমুর লেস্তের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কালকের প্রতিপক্ষ নিয়ে কোচের মন্তব্য,' তিমুরলেস্তের অনেক ভিডিও খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তেমন একটা ভিডিও পাওয়া যায় না। আসলে আমাদের তাদের সম্পর্কে ধারণা কম। কিন্তু আমরা আমাদের টিম প্ল্যান অনুযায়ী খেলবো এবং জয়ের জন্য মাঠে নামবো।'
বাংলাদেশ অ-১৭ ফুটবল দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন,'আমাদের প্রথম প্রতিপক্ষ হচ্ছে তিমুর লেস্তে। আমরা যেন এই ম্যাচ ভালো করে আমাদের পরের ম্যাচ ধাপে ধাপে ভালো করতে পারি এজন্য দোয়া চাই সকলের।'
১৮ নভেম্বর হামজারা যখন ঢাকায় ভারতের বিপক্ষে লড়ছিলেন। তখন মাত্র চীন পৌছান ফয়সালরা। বাংলাদেশ ২২ বছর পর ভারতকে হারিয়েছে। এতে বেশ অনুপ্রাণিত অ-১৭ দল,'বর্তমানে বাংলাদেশ ফুটবলটা যেভাবে এগিয়ে যাচ্ছে, সিনিয়র টিম যেভাবে নিজেদেরকে প্রমাণ করতেছে, ইনশাআল্লাহ আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ইনশাআল্লাহ আমরাও এখানে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করবো, ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরবো।'
এজেড/এফআই