উইকেট শিকারে শীর্ষে ওঠা তাইজুলের কাছে যে প্রত্যাশা সাকিবের

সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান মিরপুর টেস্টে তিনি ওই কীর্তি গড়েন। ফলে নিজের পূর্বসূরী সাকিবের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন তাইজুল। একইসঙ্গে তার কাছ থেকে একটি প্রত্যাশার কথাও জানিয়েছেন।
মিরপুর টেস্টের তৃতীয় দিনই সাকিবের সমান ২৪৬ উইকেট পেয়েছিলেন তাইজুল। পরদিনই (গতকাল শনিবার) তাকে ছাড়িয়ে বনে যান সাদা পোশাকে দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এখন পর্যন্ত ৫৭ টেস্টে তাইজুলের শিকার ২৪৯ উইকেট। আইরিশদের বিপক্ষে ম্যাচ চলমান থাকায় এখনই সেই সংখ্যাটা আরও বাড়তে পারে ৩৩ বছর বয়সী এই বাঁ-হাতি স্পিনারের।
অন্যদিকে, ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ভারতের বিপক্ষে টেস্টে গত বছরের অক্টোবরে কানপুর টেস্ট শেষেই তিনি ফরম্যাটটিতে অবসরের ঘোষণা দেন। নিজের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড দখলে নেওয়া তাইজুলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। যখন তুমি ক্যারিয়ার শেষ করবে, তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখতে পারি। শুভকামনা।’

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ৭১ ম্যাচ। তার চেয়ে ১৪ টেস্ট কম খেলেই সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন তাইজুল। সাকিব অবশ্য কেবল বিশেষজ্ঞ স্পিনারই নন, লম্বা সময় অলরাউন্ডার হিসেবে টাইগার ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকা এই তারকার সামনে আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল ওয়ানডের দরজা খোলা। তাও আবার আটকে আছে রাজনৈতিক মারপ্যাঁচ ও নানা জটিলতায়।
এদিকে, তাইজুলও তার পূর্বসূরীকে ছাড়িয়ে যাওয়ার আগে প্রশংসা করে বলেছিলেন, ‘সাকিব ভাই যতদিন ছিল বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছে। অনেকদিন বাংলাদেশের হয়ে বিশ্বের এক নম্বর পজিশনে ছিল। একটা মানুষ তো এক নম্বর পজিশনে এমনি এমনি যাইতে পারে না। অবশ্যই উনার মধ্যে ওরকম কিছু ছিল, ওরকম কোয়ালিটি ছিল। আমাদেরকে উনি সবসময় সাজেশনও দিত এবং উনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছি (নিয়েছি), আমাদের সঙ্গে আলোচনা করতেন আমরা কীভাবে আগাইতে পারি।’
এএইচএস