দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের ওয়ানডে অধিনায়ক ঘোষণা

ঘাড়ের সমস্যায় কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করতে নেমেই মাঠ ছাড়তে হয়েছিল শুভমান গিলকে। আর ফেরা হয়নি। গুয়াহাটি টেস্টেও নেই তিনি। ওয়ানডে সিরিজেও নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না ভারত। তার দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল।
৩০ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। গিলের সঙ্গে ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই করছেন। তাদের অনুপস্থিতিতে রাহুল নেতৃত্ব দেবেন। শেষবার ওয়ানডেতে ভারতের অধিনায়কত্ব তিনি করেছিলেন ২০২৩ সালে। দক্ষিণ আফ্রিকাকে ওই সিরিজে ২-১ এ হারিয়েছিল তার দল। সব মিলিয়ে ১২টি ওয়ানডেতে ভারতের অধিনায়ক ছিলেন রাহুল।
দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ঋশাভ পান্ত আছেন দলে। শেষবার তিনি এই ফরম্যাটে খেলেছেন ২০২৪ সালের আগস্টে। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। গত দুই মাসে ঘরের মাঠে চার টেস্টে সবগুলো খেলেছেন। এশিয়া কাপ ও অস্ট্রেলিয়াতে ওয়ানডে সিরিজেও ছিলেন এই পেসার।
ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঋশাভ পান্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, ধ্রুব জুরেল।
এফএইচএম/