লেভারকুসেনের কাছে ম্যানসিটির হার

দলে বড় পরিবর্তনের মাশুল দিতে হলো ম্যানচেস্টার সিটিকে। চ্যাম্পিয়নস লিগে বেয়ার লেভারকুসেনের কাছে ২-০ গোলের অবিশ্বাস্য হার দেখল প্রিমিয়ার লিগ জায়ান্টরা।
গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মাকে মাঠে নামাননি পেপ গার্দিওলা। আর্লিং হালান্ড বেঞ্চে ছিলেন এক ঘণ্টারও বেশি সময়। ম্যানসিটি তার খেসারত দিয়েছে দুই অর্ধে গোল হজম করে।
চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির জার্সিতে অভিষেকে কিপার জেমস ট্রাফোর্ড প্রথম পরীক্ষায় ফেল করেছেন।
এই হারে লিগ পর্বে সিটি অপরাজিত থাকার মর্যাদা হারাল। পরের ম্যাচ তাদের রিয়াল মাদ্রিদের মাঠে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সিটি।
গত মাসে প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৭-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর লেভারকুসেন দারুণ এক জয় পেল ইতিহাদ স্টেডিয়ামে। হাল্যান্ড ৬৫ মিনিটে মাঠে নামলেও তার আগেই সিটির যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল।
সিটি শুরুতে সুযোগ পেয়েছিল। নাথান আকে একটি কর্নার থেকে গোল করতে পারতেন। কিন্তু সাবেক ব্রেন্টফোর্ড কিপার মার্ক ফ্লেকেন ফিরিয়ে দেন তার শট।
বল দখলে ম্যানসিটি এগিয়ে থাকলেও আক্রমণভাগে সেভাবে ধার ছিল না। লেভারকুসেনও চাপ তৈরি করতে থাকে স্বাগতিকদের ওপর। আর্নেস্ট পোকুর শট ব্লক করেন রায়ান আইত নৌরি।
জার্মানরা ২৩তম মিনিটে এগিয়ে যায়। ইব্রাহিম মাজার ক্রসে ক্রিস্টিয়ান কোফানে বল বাড়ান গ্রিমালদোর কাছে। স্প্যানিশ ডিফেন্ডার সহজে জাল কাঁপান।
সিটি পাল্টা জবাব দিতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকের আগে কোনো ধরনের বিপদজনক পরিস্থিতি তৈরি করতে পারেনি তারা। অস্কার ববের একটি নিচু ব্লক ফ্লেকেন পা দিয়ে রুখে দেন। তারপর তাইজানি রেইন্ডার্সের দূরপাল্লার শট সেভ করেন তিনি।
বিরতিতে গার্দিওলা তিনটি পরিবর্তন আনেন। ফিল ফডেন, নিকো ও’রেইলি ও জেরেমি ডকুকে নামালেও ম্যাচে ছন্দ ফিরে পায়নি সিটি।
৫৪তম মিনিটে লেভারকুসেন ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটিকে বিপাকে ফেলে। আকেকে পেছনে ফেলে মাজার ক্রসে শিক দারুণ হেডে জাল কাঁপান। ট্রাফোর্ডের কিছুই করার ছিল না।
হাল্যান্ড নেমে আক্রমণে কিছুটা গতি বাড়ান। তবে ফডেনের থ্রু বলে গোল করার সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু ফ্লেকেন দ্রুত তাকে বাধা দেন।
পরে হালান্ডের আরেকটি শট গোলবারের ওপর দিয়ে যায়। রায়ান শেরকির ফ্রি কিক গোলকিপার সেভ করেন। তাতে সিটিকে হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়।
এফএইচএম/