বিশ্বকাপ ড্র : কীভাবে কাজ করে এবং কারা কোন পটে?

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল খেলবে ১২টি গ্রুপে ভাগ হয়ে। এরই মধ্যে ৪২ দলের জায়গা নিশ্চিত হয়েছে। বাকি ছয় দল চূড়ান্ত হবে আগামী মার্চে ইউরোপিয়ান প্লে অফ ও আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে। তবে তারা কে কোন গ্রুপে পড়বে, সেটা জানা যাবে আগামী ৫ ডিসেম্বরের গ্রুপ নির্ধারণী অনুষ্ঠান শেষে।
ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে হবে এই জমকালো ড্র।
কোন পটে কারা?
পট ১: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।
পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।
পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।
পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ এ, বি, সি এবং ডি, ফিফা প্লে অফ টুর্নামেন্ট ১ এবং ২।
ড্র শুরু হবে পট ১ এর সবগুলো দলকে দিয়ে। তারপর একে একে পট ২, ৩ ও ৪ থেকে গ্রুপ নির্ধারণ হবে।

ড্রয়ের প্রক্রিয়া
আয়োজক হওয়ার সুবাদে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র এক নম্বর পটে জায়গা পেয়েছে। তাদের গ্রুপও চূড়ান্ত হয়েছে। মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ ও যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে নিশ্চিত। এই পটে বাকি ৯ দল জায়গা পেয়েছে সবশেষ ফিফা র্যাংকিং অনুসারে। তারা সি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে ও এল-এ গ্রুপে থাকবে। বাকি তিনটি পটেও র্যাংকিংয়ের ভিত্তিতে দল রাখা হয়েছে। তবে প্লে অফ থেকে সম্ভাব্য ছয় বিজয়ী দলকে রাখা হয়েছে চতুর্থ পটে।
ফিফা গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, শীর্ষ চার র্যাংকিংধারী দলকে (স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড) চারটি ভিন্ন পথে রাখা হবে, যাতে করে সেমিফাইনাল ও ফাইনালের আগে তাদের একে অন্যের সঙ্গে দেখা না হয়।

পট ওয়ানের দলের গ্রুপ নির্ধারণ শেষে বাকি পট থেকে দল নিয়ে গ্রুপ সাজানো হবে। তবে একই ফেডারেশন থেকে একটির বেশি দল একই গ্রুপে জায়গা পাবে না। শুধু ব্যতিক্রম উয়েফা। এই মহাদেশ থেকে ১৬টি দল খেলবে। তাই একই গ্রুপে দুটি উয়েফার দল রাখার সুযোগ রয়েছে। তাতে অন্তত চারটি গ্রুপে এই মহাদেশের দুটি দলকে দেখা যাবে।
৪৮ দলের প্রত্যেকের নাম একটি কাগজে ভাঁজ করে বলের মধ্যে রাখা হবে। পটের ক্রম অনুযায়ী ১২টি করে দেশের নাম লুকিয়ে রাখা বল চারটি ভিন্ন পটে রাখা হবে। আরেক পাশে ১২টি গ্রুপের পট, যেখানে দলগুলোর গ্রুপে স্থান নির্ধারণে ১-৪ লেখা কাগজের চারটি করে বল থাকবে। নির্বাচকরা প্রথমে বলগুলো এলোমেলো করে এক নম্বর পট থেকে একে একে বলগুলো তুলবেন এবং পর্যায়ক্রমে গ্রুপের এক নম্বর স্থানে তারা জায়গা পাবে। যেহেতু আয়োজক তিন দেশ আগেই তাদের গ্রুপ জেনে গেছে, বাকি ৯ দলকে যথাক্রমে সি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল গ্রুপে।
পট একের গ্রুপ নির্ধারণ শেষ হলে একইভাবে প্রথমে পট ২, তারপর পট ৩ ও ৪ থেকে একবারে একটি করে বল তুলে পর্যায়ক্রমে এ থেকে এল গ্রুপে রাখা হবে। এক নম্বর পটের প্রত্যেক দল প্রতি গ্রুপের শীর্ষ জায়গায় থাকবে। তবে বাকি পটগুলো থেকে নির্বাচিত দলের গ্রুপে স্থান নির্ধারণ হবে দৈবচয়ন ভিত্তিতে।
এফএইচএম/