দারুণ খেলা দলগুলোর ছন্দপতনের আশায় বার্সা কোচ

চলতি মৌসুম শুরুর আগে বার্সেলোনা যেন পরিণত হয়েছিল এক ভাঙা ঘরে। নানা সমস্যায় জর্জরিত ক্লাবটি ঘুরে দাঁড়াতে পারেনি মৌসুম শুরুর পরও। কিছুই যেন ঠিকঠাক চলছিল না ক্লাবটির। নতুন কোচের অধীনে নিজেদের চেনা ছন্দ খুঁজে পাচ্ছিল না তারা।
তবে বুধবার অ্যাতলেতিক বিলবাওয়ের বিপক্ষে দারুণ এক জয়ে আবার ছন্দে ফেরার আভাস দিয়েছে ক্লাবটি। বর্তমানে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে বার্সা। দুই ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিক মাদ্রিদ।
পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও এখনই শিরোপা দৌড় থেকে নিজেদের দূরে রাখছেন না বার্সা কোচ রোনাল্ড কোম্যান। ভালো খেলতে থাকা ক্লাবগুলো ছন্দ হারালেই তাদের সুযোগ বাড়বে বলে মনে করেন এই ডাচ।
তিনি বলেন, ‘শিরোপার লড়াই এখনও উন্মুক্ত, কারণ মৌসুমটা অনেক লম্বা। চোট সমস্যা থাকতে পারে, দলগুলো ছন্দ হারাতে পারে এবং এখন যারা দারুণ গতিতে এগিয়ে চলেছে তারা দিক হারাতে পারে।’
বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির পারফরম্যান্স এই মৌসুমে ঠিক আশানুরূপ নয়। তবে তার পারফরম্যান্সে খুশি দলটির কোচ। আগের চেয়ে মেসি এখন আরও বেশি কার্যকর বলে মনে করেন কোম্যান।
তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই মেসি নিজেকে উজাড় করে দিচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে সে অনেক বছর ধরে আছে। মনে হচ্ছে, এখন সে আরও বেশি কার্যকর। সবসময় সে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং সে দুটি গোলও করেছে।’