বিজয়-সৈকতদের নিয়ে কঠোর অবস্থানে বিসিবি, যা বললেন মিঠু

ফিক্সিং সন্দেহে বিপিএলের চূড়ান্ত নিলাম তালিকা থেকে বাদ পড়েছেন একাধিক ক্রিকেটার। এরমধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতরাও। সন্ধ্যায় এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানিয়েছেন, বাদ পড়া ক্রিকেটাররা প্রতিক্রিয়া দেখালেও কঠোর অবস্থানেই থাকবে বোর্ড।
মিঠু বলেন, 'যতক্ষণ পর্যন্ত দোষী প্রমাণিত না হচ্ছে, আমরা কাউকে দোষী বলতে পারি না। কিন্তু যেহেতু তারা লাল তালিকাভুক্ত, আর আমরা জিরো টলারেন্স নীতিতে যাচ্ছি। তাই এই লাল তালিকাভুক্ত খেলোয়াড়রা নিলামে অন্তর্ভুক্ত নেই। একইভাবে আমরা বলেছি, সব দলকে তাদের হোটেলে যারা থাকবে, যারা ড্রেসিংরুমে থাকবে, যারা মূল দলের সাথে থাকবে- তাদের একটা তালিকা দিতে। সেই তালিকারও আমাদের দুর্নীতি দমন ইউনিট থেকে ছাড়পত্র লাগবে।'
বিজয়-মোসাদ্দেকরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। এ নিয়ে মিঠু বলেন, 'তারা প্রতিক্রিয়া দেখাতে পারে। এখানে গভর্নিং কাউন্সিল হিসেবে আমাদের সব অধিকার আছে। আমরা কাউকে নির্দিষ্ট করে কিছু বলছি না, নামও প্রকাশ করিনি। কিন্তু ধরুন, আমরা যেভাবে একটি নিয়ম করেছি যে কেউ ইনজুরি থাকলে তালিকায় থাকতে পারবে না, তেমনি লাল তালিকাভুক্ত খেলোয়াড়দের আমরা তালিকায় রাখব না। এটা সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত এবং আমাদের এখতিয়ার আছে।'
পরে মিঠু আরো বলেন, 'আমি তাদের নিলামেও নিতে বাধ্য নই। অন্য কারণেও তো আমি নিলামে না নিতে পারি। ক্রিকেট খেললেই যে তাকে নিলামে নিতে হবে, এমন তো কোথাও লেখা নেই। গভর্নিং কাউন্সিলের সব অধিকার আছে। দেখুন, বিদেশিরা ৫০০ জন আবেদন করেছিল, আমরা ২৬০ জন নিয়েছি। একইভাবে আমরা এটা করেছি।'
তবে ক্রিকেটারদের এখনই দোষী বলতে নারাজ মিঠু, 'আমরা বলছি না তারা দোষী। আমরা সেটা আবার আমাদের দুর্নীতি দমন ইউনিটকে দিয়েছি। বিশ্বের সেরা অভিজ্ঞ লোক, অ্যালেক্স মার্শালের কাছে দেওয়া হয়েছে। এখন যারা লাল তালিকাভুক্ত বা যাদের নিয়ে সন্দেহ করা হচ্ছে, তাদের ব্যাপারে আমার উপায় কী বলুন? আমি যদি তাদের খেলতে দিই, তাহলে ক্রিকেটের জন্য খারাপ বার্তা যাচ্ছে।'
এসএইচ/এইচজেএস