বৃষ্টিবিঘ্নিত দিনে উইলিয়ামসনের ঝলক, ধুঁকছে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ টেস্টের প্রথম দিন মেঘবৃষ্টির লুকোচুরি চলল বেশ কয়েকবার। তাতে মাত্র ৭০ ওভারের খেলা হয়েছে। পিচ থেকে সুবিধা নিয়ে ক্যারিবিয়ান পেসাররা দাপট দেখিয়েছেন। তবে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান কেন উইলিয়ামসন। প্রায় এক বছর পর টেস্টে ফিরে ঝলক দেখালেন তিনি। ভাগ্যক্রমে এক উইকেট হাতে রেখে দিন শেষ করেছে স্বাগতিকরা।
স্কোরবোর্ডে ৯ উইকেটে ২৩১ রান তুলেছে নিউজিল্যান্ড। জ্যাক ফোকস ও জ্যাকব ডাফি সমান ৪ রানে অপরাজিত আছেন।
এর আগে ১ রানে ওপেনিং জুটি ভাঙার পর উইলিয়ামসন ও টম ল্যাথাম ভালো শুরু এনে দেন। ৯৩ রানের জুটি ভাঙে জাস্টিন গ্রিভসের বলে। ১০২ বলে ৬ চারে ৫২ রান করে আউট হন উইলিয়ামসন। গত বছর ডিসেম্বরে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ফিরেই হাফ সেঞ্চুরি করলেন সাবেক অধিনায়ক।

উইলিয়ামসন ফেরার পর ব্যাটিং লাইন ভেঙে পড়ে। ১৪৮ রানে ছয় উইকেট হারিয়ে দুইশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত নাথান স্মিথ ও মাইকেল ব্রেসওয়েলের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ৫২ রানের জুটি ভাঙে স্মিথ (২৩) আউট হলে।
ব্রেসওয়েল তিন রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি। ৭৩ বলে ৬ চারে ৪৭ রানে আউট হন তিনি। নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার দিনে ল্যাথাম (২৪) ও টম ব্লান্ডেলও (২৯) উল্লেখযোগ্য ইনিংস খেলেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ, ওজে শিল্ডস ও গ্রিভস দুটি করে উইকেট নেন।
এফএইচএম/