বিপিএলে কেন উপেক্ষিত জীবন-রাব্বিদের মতো তরুণরা

দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও বিপিএলে ফিরেছে নিলাম পদ্ধতি। গেল রোববার (৩০ নভেম্বর) নিজেদের পছন্দ অনুযায়ী নিলাম থেকে ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। নিলামে অনেক খেলোয়াড় চড়া মূল্য পেয়েছেন, তবে অনেক তরুণই উপেক্ষিত থেকেছেন।
নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারও। পরের ডাকে অবশ্য এই দুজনকে কিনে নিয়েছিল দুই ফ্র্যাঞ্চাইজি। প্রথমবার বিক্রি না হওয়ায় নিয়মানুযায়ী, ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক ও মাহমুদউল্লাহকে ২২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা থাকলেও তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান দেখিয়ে বিসিবি সেই পথে যায়নি।
শেষ পর্যন্ত তাদের ভিত্তিমূল্য ৩৫ লাখ ধরে রেখে নিলামে তোলা হয়। নিলামে রংপুর রাইডার্স ৩৫ লাখ টাকায় দলে ভেড়ায় মাহমুদউল্লাহ রিয়াদকে। অন্যদিকে একই ভিত্তিমূল্যে রাজশাহী ওয়ারির্স দলে নেয় মুশফিকুর রহিমকে। এই দুজন অভিজ্ঞ ক্রিকেটার দল পেলেও অনেক তরুণ ক্রিকেটার দল পাননি।
বিশেষ করে তরুণ ক্রিকেটারদের মধ্যে শেখ পারভেজ জীবন দল পাননি। গেল আসরে খেলেছিলেন চট্টগ্রাম কিংসের হয়ে। দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আলো ছড়িয়ে যাচ্ছেন এই তরুণ অফ স্পিনার। এ ছাড়া দল পাননি যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিও।
এই দুই ক্রিকেটারের দল না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। বিপিএলে কোচের দায়িত্বে থাকা
একজন বলছিলেন তাদের ভাগ্য খারাপ। তাদের দল পাওয়া উচিত ছিল। অবশ্য এখনো সুযোগ থাকছে তাদের দল পাওয়ার জন্য। কেননা কয়েকটি দলে কোটা ফাঁকা রয়েছেন।
দল না পাওয়া উল্লেখযোগ্য বাংলাদেশি ক্রিকেটার—
সাদমান ইসলাম, নাঈম ইসলাম, নাহিদুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, মুনিম শাহরিয়ার, অমিত হাসান, শফিকুল ইসলাম, আনিসুল ইমন, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব।
এসএইচ/এইচজেএস