বিকেএসপির জিমন্যাস্টিক কোচের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জিমন্যাস্টিকস বিভাগের সিনিয়র কোচ নাসরিন আক্তারের মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি শোক প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রতিমন্ত্রী বিকেএসপিতে দায়িত্ব পালনকালে ক্রীড়ার উন্নয়নে নাসরিন আক্তারের অনবদ্য ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
নাসরিন আক্তার আজ (বৃহস্পতিবার) সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এক মাস আগে তার স্বামী বিশিষ্ট জিমন্যাস্টিকস কোচ আকরামও ভারতে মারা যান। স্বামী-স্ত্রী দুজনই ভারতে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ জিমন্যানিস্টকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বলেন, ‘তার মেয়ের সাথে কথা হয়েছে আমাদের। খুব সম্ভবত নাসরিনের মরদেহ ভারতেই দাফন হতে পারে। লাশ দেশে আনতে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। তবে তার পরিবার এখনো চেষ্টা করছে। নাসরিনের মৃত্যুতে জিমন্যাস্টিকস ফেডারেশন ও বিকেএসপি গভীরভাবে শোকাহত।’
এজেড/এমএইচ/জেএস