মিরাজ-শান্তদের নেতৃত্বে খেলবেন সোহান-তামিমরা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলেন সাবেক ক্রিকেটাররা। এবার একই দিন বিকেলে জাতীয় দলের ক্রিকেটাররাও দুই দল ভাগ হয়ে লড়বে।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তত্ত্বাবধানে মিরপুরে ১৬ ডিসেম্বর বিকেলে খেলতে নামবেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবরা। অদম্য ও অপরাজেয় নামে দুইটি দলের স্কোয়াড ঘোষণা করেছে কোয়াব। যেখানে অদম্যকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরাজেয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।
অদম্য– মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম।
অপরাজেয়— পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।
এসএইচ