বিশ্বকাপের প্রস্তুতিতে কারস্টেনকে যুক্ত করল নামিবিয়া

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে গ্যারি কারস্টেনকে কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট নামিবিয়া।
কোচিংয়ে বিশদ অভিজ্ঞতা রয়েছে কারস্টেনের। ২০১১ সালে তার অধীনে ভারত ওয়ানডে বিশ্বকাপে জিতেছিল। সবশেষ পাকিস্তানের প্রধান কোচ ছিলেন তিনি। এছাড়া আইপিএলেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। দক্ষিণ আফ্রিকান কোচের অধীনে ২০২২ সালে গুজরাট টাইটান্স নিজেদের প্রথম মৌসুমে শিরোপা জিতেছিল।
বোর্ডের এক বিবৃতিতে কারস্টেন বলেছেন, ‘ক্রিকেট নামিবিয়ার সঙ্গে কাজ করা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। উঁচুমানের পারফরম্যান্স ক্রিকেট পরিবেশ তৈরিতে তাদের নিষ্ঠা ও দৃঢ়তায় আমি সত্যিই মুগ্ধ।’
তিনি আরও বলেন, ‘তাদের সিনিয়র ছেলেদের জাতীয় দল ভালো পারফর্ম করছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করতে আমি মুখিয়ে।’
কনসালট্যান্সির মেয়াদে নামিবিয়ার প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন কারস্টেন।
এফএইচএম/