সালাহকে ‘বাসের নিচে ছুঁড়ে দিয়েছে’ লিভারপুল

গত মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে অসামান্য অবদান ছিল মোহাম্মদ সালাহর। ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দুই বছরের চুক্তি নবায়ন করেন মিশরীয় তারকা। অথচ চলতি মৌসুমে লিভারপুলের সংকটকালে তাকে টানা তিন ম্যাচ বেঞ্চে রাখা হলো। অ্যানফিল্ডে এসে এমন অভিজ্ঞতা কখনো হয়নি তার। শনিবার সন্ধ্যায় লিডস ইউনাইটেডের মাঠে ৩-৩ গোলে ড্রয়ের পর আর নিজেকে দমিয়ে রাখতে পারেননি। সাড়ে সাত মিনিটের একটি সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগড়ে দিলেন।
সালাহকে বেঞ্চে রেখে খেলতে নামা ছিল কঠিন, লিডস ম্যাচের আগে এমন কথা বলেছিলেন স্লট। তাই বলে গত মৌসুমের গোল্ডেন বুট জয়ীকে টানা তিন ম্যাচ বাইরে রাখলেন! লাগাতার ৫৩ ম্যাচ খেলে ওয়েস্ট হ্যাম ও সান্ডারল্যান্ডের বিপক্ষে আগের দুই ম্যাচে বেঞ্চে বসতে হয়েছিল সালাহকে।
লিডসের সঙ্গে ম্যাচের পর সাক্ষাৎকারে সালাহ পরিষ্কার করে দিলেন স্লটের সঙ্গে তার সম্পর্কের অবনতির কথা। তার মতে, তাকে বলির পাঠা বানানো হয়েছে। মনে হচ্ছে, তাকে বাসের নিচে ছুঁড়ে ফেলা হয়েছে।
সালাহ বললেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে ৯০ মিনিট আমাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে। তাও আবার তৃতীয়বার। আমার ক্যারিয়ারে প্রথমবার এমনটা হলো। খুবই হতাশাজনক, বছরের পর বছর ধরে এই ক্লাবের জন্য এতকিছু করার পর, বিশেষ করে গত মৌসুমে। মনে হচ্ছে যেন ক্লাব আমাকে বাসের নিচে ছুঁড়ে ফেলেছে। এমন অনুভূতি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কেউ একজন চাচ্ছে সব দোষ আমার ঘাড়ে পড়ুক। গ্রীষ্মে ক্লাব আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। এখন আমি বেঞ্চে, যেন তারা বলতে পারে ওই প্রতিশ্রুতি রাখতে পারেনি। (স্লটের সঙ্গে) আমার সম্পর্ক ভালো ছিল। এখন আমাদের কোনো সম্পর্ক নেই, জানি না কেন। (এটা) মনে হচ্ছে কেউ চায় না আমি ক্লাবে থাকি।’
গত মৌসুমে সৌদি আরবের কোনো ক্লাবে বড় অঙ্কের বিনিময়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু নতুন করে চুক্তি করেন লিভারপুলের সঙ্গে। এনিয়ে কোনো আক্ষেপ আছে কি না প্রশ্নে সালাহ বললেন, ‘এটার উত্তর দিতে আমার খুব খারাপ লাগছে। এমনকি প্রশ্নও কষ্টদায়ক। এই ক্লাবের জন্য চুক্তি করে আমি কখনো অনুতপ্ত হব না। ভেবেছিলাম এখানেই আমার ক্যারিয়ার শেষ করব। কিন্তু এখন কিছুই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না।’
ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারিতে লিভারপুল ছাড়ছেন সালাহ, ‘আমার মাথায় এখন একটা বিষয় ঘুরছে, কেন এটা এভাবে শেষ হচ্ছে? পাঁচ মাস আগে আমি পুরস্কার জিতেছিলাম, এখন কেন এমন হচ্ছে? দলের প্রত্যেকেই ফর্মে নেই, কিন্তু আমাকেই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।’
এফএইচএম/