জাকের মানসিকভাবে শক্তিশালী, যে কারণে বললেন আশরাফুল

ফিল সিমন্সের তত্বাবধায়নে শুরু হয়েছে টি-টোয়েন্টি দলের ব্যাটারদের নিয়ে বিশেষ অনুশীলন। যার দ্বিতীয় দিনে আজ রোববার উপস্থিত ছিলেন সকল ক্রিকেটারসহ কোচিং-স্টাফের সদস্যরা। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
ব্যাটিং কোচ বলছিলেন, '(জাকের) একটু আনলাকি বলব। জাকের আলী অনিক যদিও টেস্ট ম্যাচে খেলতে পারেনি, তবে চমৎকার প্র্যাকটিস করেছে। তারপর একটা (টি-টোয়েন্টি) ম্যাচ খেলল। ঐ ম্যাচে দুইটা বল- একটা অফ স্টাম্পের অনেক বাইরের বল লেগে মারতে গিয়েছিল আর যেটা আউট হয়েছে, এই দুইটা বাদ দিলে, বাকি ১৪ বলই আমি বলব যে মেরিট অনুযায়ী খেলেছে, ভালো ব্যাটিং করছিল।'
'আনলাকি যে সে (বেশি) ম্যাচ পায়নি। যদি ব্যাক টু ব্যাক আরও দুইটা ম্যাচ পেত, তাহলে আমি নিশ্চিত সে বড় রানই করত, কারণ সে মেন্টালি অনেক স্ট্রং এবং সে পারফর্মার। যখন সে বাংলাদেশ টিমে ঢুকেছে, ঢোকার আগে কিন্তু তিনটা মৌসুম ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বলেন, বিসিএল বলেন, বিপিএল বলেন- সব জায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে।'
আশরাফুলের বিশ্বাস, বিপিএল দিয়েই ছন্দে ফিরবেন জাকের, 'বাংলাদেশ টিমে ঢুকেও কিন্তু জাকের তিন ফরম্যাটেই ভালো খেলেছে। সম্প্রতি একটু খারাপ সময় যাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিপিএল-টা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তার জন্য এবং ভালো জায়গায় সে গিয়েছে।'
'(নোয়াখালী এক্সপ্রেসে) সুজন ভাই আছেন প্রধান কোচ হিসেবে এবং অনেকদিন (জাকেরের সঙ্গে) কাজ করেছেন। জাকের আবাহনীর হয়েও খেলেছেন। তার সবকিছুই সুজন ভাই ভালো জানেন। তো আমি নিশ্চিত যে বিপিএলে সে তার ভালো রিদমে চলে আসবে ইনশাল্লাহ।'
এসএইচ/এইচজেএস