সাকিব-ডু প্লেসিসহ আইপিএল নিলামে নেই যেসব তারকা ক্রিকেটার

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। এই নিলামে অংশ নিতে ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। কিন্তু আইপিএল কতৃপক্ষ চূড়ান্ত তালিকায় জায়গা দিয়েছে ৩৫০ জন ক্রিকেটারকে। এই তালিকায় নাম নেই আইপিএলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারের।
আইপিএলের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া তারকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। গত কয়েক বছর ধরে আইপিএলে অনিয়মিত হলেও লম্বা সময় আইপিএলে খেলেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ের অভিজ্ঞতাও আছে তার। তবে এবার প্রথমিক তালিকায় নাম দিয়েও চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়নি তার।
এবারের আইপিএলে দেখা যাবে না ফাফ ডু প্লেসিকে। নতুন মৌসুমের আগে তাকে ছেড়ে দেয় দিল্লী ক্যাপিটালস। সর্বশেষ আসরে দিল্লীর সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন ফাফ। আসন্ন মৌসুমে আইপিএলের পরিবর্তে একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএলে খেলবেন তিনি। তাই নিলাম থেকে সরে গেছেন ফাফ।
আইপিএলে লম্বা সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আন্দ্রে রাসেল। তবে এবারের আসরে আর রাসেলকে মাঠে দেখা যাবে না। কারণ কিছু দিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে না থাকলেও কেকেআরের পাওয়ার কোচ হিসেবে তাকে কেকেআরের ড্রেসিংরুমে দেখা যাবে।
আইপিএলে ৮ মৌসুম খেলেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তবে এবার আইপিএলের নিলামে নাম নেই মঈনের। একই সময়ে মাঠে গড়াতে যাওয়া পিএসএলকে বেছে নিয়েছেন তিনি।
এইচজেএস