বিয়ারের বোতল থাকবে না মুসলিম ফুটবলারদের সামনে

পল পগবার এক কাণ্ডই বদলে দিলো দৃশ্যপট। মুসলিম ফুটবলারদের সামনে আর রাখা হবে না বিয়ারের বোতল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ।
চলতি ইউরোতে ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা সংবাদ সম্মেলনে বিয়ারের বোতল সরিয়ে দেওয়ার পর সিদ্ধান্তটি নেওয়া হলো। ধর্মীয় দিক বিবেচনা করেই পগবা বিয়ারের বোতল সরিয়ে দিয়েছিলেন বলে জানা গেছে।
জার্মানির বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সামনে থাকা হাইনেকানের বোতল সরিয়ে দেন তিনি। এরপর এ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয় আলোচনা। এখন থেকে প্রতি ম্যাচের আগেই দলের ম্যানেজারকে জিজ্ঞেস করা হবে কে আসবেন সংবাদ সম্মেলনে।
যদি কোনো মুসলিম ফুটবলার আসেন, তাহলে তার সামনে রাখা হবে না হাইনেকানের বোতল। ইসলাম ধর্মমতে অ্যালকোহল পান নিষিদ্ধ করা হয়েছে এই ধর্মের অনুসারীদের জন্য।
এমএইচ