বড় জয় আবাহনীর, ভেন্যু বদলের ম্যাচ ড্র

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী। আজ মানিকগঞ্জে ফকিরেরপুল ৫-০ গোলের ব্যবধানে হেরেছে আবাহনীর বিপক্ষে। আবাহনীর হয়ে সুলেমান দিয়াবাতে জোড়া, মোরসালিন, মিরাজুল, আল আমিন একটি করে গোল করেন।
ম্যাচের প্রথমার্ধেই আবাহনী ৩-০ গোলের লিড পায়। ম্যাচের ৩১ মিনিটে দিয়াবাতে আবাহনীকে প্রথম গোল এনে দেন। এই গোলের অন্যতম কৃত্তিত্ব কাজেম শাহ’র। তার বাড়ানো বলেই দক্ষতার সঙ্গে ফিনিশ করেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে। মিনিট দশেক পর আবার গোল করেন দিয়াবাতে। এবারও বক্সের মধ্যে থেকে বাড়ানো বল পেয়ে ফকিরেরপুলের ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে খানিকটা জায়গা করে নিয়ে বল জালে পাঠান। দিয়াবাতের জোড়া গোলের পর মিরাজুল গোল করেন। বক্সের উপর থেকে নেয়া শট ফকিরেরপুলের ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করে।
দ্বিতীয়ার্ধে আবাহনী আরো দুই গোল করে। ৮০ মিনিটে মোরসালিন ও ৮৫ মিনিটে আল আমিন গোল করেন। আবাহনী আজ জিতে পয়েন্ট টেবিলে তিন ধাপ উপরে উঠেছে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ স্থানে। সমান ম্যাচে ফকিরেরপুল ৫ পয়েন্টে অস্টম অবস্থানে।
বাংলাদেশ পুলিশ ও পিডব্লিউডি’র মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুই দলেরই হোম ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম। আজ লিগ ম্যাচের ভেন্যু ছিল সেখানেই। তবে খেলাটি অনুষ্ঠিত হয়েছে কিংস অ্যারেনায়। বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি ভেন্যু বদলের কারণ সম্পর্কে বলেন, 'ম্যাচের নির্ধারিত ভেন্যু ছিল গাজীপুর। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় প্রশাসনের প্রস্তুতিমূলক কাজ রয়েছে। আমরা অনুরোধ করেছিলাম খেলার সময় প্রয়োজনে এগিয়ে, দ্রুত মাঠ ছেড়ে দেয়ার। জেলা প্রশাসন আমাদের মাঠ দিতে পারেনি এজন্য ভেন্যু পরিবর্তন হয়েছে।’
কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে দুই দলের কেউই গোল করতে পারেনি। এই ড্রয়ে পুলিশ ৬ ম্যাচে মোহামেডান ও ব্রাদার্সের সমান ৭ পয়েন্ট। পিডব্লিউডি এক পয়েন্ট পেয়ে নয় নম্বর থেকে ছয় নম্বর অবস্থানে এসেছে। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ছয়।
মঙ্গলবার ফেডারেশন কাপে মোহামেডান ও কিংসের ম্যাচের ভেন্যু কুমিল্লা। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে ঐ দিন কুমিল্লায় জেলা প্রশাসনের অনুষ্ঠান রয়েছে। এজন্য লিগ কমিটি ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করবে। ঐ ম্যাচে দর্শক প্রবেশাধিকার থাকবে কিনা সেটা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন।
এজেড/এইচজেএস