দুঃসংবাদ পেল ভারত

ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না জাসপ্রীত বুমরাহ। মুম্বাইয়ে ফিরে গেছেন তিনি। সিরিজের বাকি দুই ম্যাচে বুমরাহর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বুমরাহর দল ছাড়ার খবর নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বিসিসিআই লিখেছে, 'ব্যক্তিগত কারণে মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরে গেছেন বুমরাহ। ধর্মশালায় খেলবেন না তিনি। বুমরাহ কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়।'
বুমরাহ কেন বাড়িতে ফিরে গেছেন সেই কারণও জানানো হয়নি। তবে পরেই দুই ম্যাচে বুমরাহের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুমরাহ না খেলায় ধর্মশালায় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা।
চলতি সিরিজে প্রথম ম্যাচে ভালো বল করেছিলেন বুমরাহ। চার ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে চার ওভারে ৪৫ রান দেন তিনি। একটিও উইকেট পাননি। চোট কাটিয়ে ফেরার পর থেকে সাদা বলের ক্রিকেটে সেই পুরনো বুমরাহকে এখনও দেখা যায়নি। ধারাবাহিক ভাবে ভালো বল করতে পারছেন না।
আগামী ১৭ ডিসেম্বর লক্ষ্ণৌ ও ১৯ ডিসেম্বর অহমেদাবাদে সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
এইচজেএস