আবেগঘন বার্তায় মেসির ভারত সফর শেষ

কলকাতায় বিশৃঙ্খলায় শুরু হওয়া লিওনেল মেসির ভারত সফর শেষ হলো দিল্লিতে। সফরের শেষ দিন সোমবার দিল্লি স্টেডিয়ামে হাজার হাজার ভক্তরা আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি ফরোয়ার্ডকে এক ঝলক দেখতে হাজির হন। অনুষ্ঠানের শেষ দিকে এই সফর নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
অরুণ জেটলি স্টেডিয়ামে মেসি ভক্তদের উদ্দেশ্যে বলেন, আবার ভারতে আসতে চান তিনি। তিন দিনের ভারত সফর থেকে স্মরণীয় স্মৃতি নিয়ে যাচ্ছেন এই তারকা।

সোমবার দিল্লিতে অনুষ্ঠান শেষ হওয়ার পর হাতে মাইক্রোফোন তুলে নেন মেসি। ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘ভারতে এই তিন দিনে যে ভালবাসা এবং সমর্থন পেলাম, তার জন্য ধন্যবাদ। কয়েকটা দিন দুর্দান্ত কাটল আমাদের। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি, যেগুলো সবার সঙ্গে ভাগাভাগি করা যাবে। আপনাদের ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘আপনাদের ভালবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। আবার ভারতে আসব। হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো কারণে আসব। তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব। এই কয়েক দিনের অফুরন্ত ভালবাসার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে।’

মেসি বক্তব্য রাখার সময় মঞ্চে তার পাশে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও সাবেক ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া তাকে বিদায় জানান।
এফএইচএম/