কলকাতার সম্ভাব্য একাদশ, জায়গা পাবেন মুস্তাফিজ?

ভাষা কিংবা সংস্কৃতির দিক থেকে কলকাতার সঙ্গে বেশ মিল আছে বাংলাদেশের। দুই বাংলার সেই বন্ধনকে আরো মজবুত করেছে ক্রিকেট। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স। লম্বা সময় সাকিব আল হাসান খেলেছেন দলটির হয়ে। এবার মুস্তাফিজুর রহমানকেও দেখা যাবে কলকাতার জার্সিতে মাঠ মাতাতে।
গত কয়েক বছর ধরে প্রায় একই ধরনের স্কোয়াড নিয়ে খেলেছে কলকাতা। তবে এবার মিনি নিলামের আগে বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেয় তারা। তাই প্রচুর টাকা নিয়ে মিনি নিলামে বসেছিল দলটি। বাকি দলগুলোর তুলনায় তাদের হাতে বেশি টাকা থাকায় বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে পেয়েছে।
আসন্ন আসরে কলকাতার একাদশ হবে অনেকটাই নতুন। অভিষেক হতে পারে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের। মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, ক্যামেরুন গ্রিনরা প্রথমবারের মতো কলকাতার জার্সিতে খেলবেন। তবে পুরোনো রিংকু সিং, সুনীল নারিনরাও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কলকাতার স্কোয়াডে বেশ কয়েকজন অলরাউন্ডার আছেন। প্রথম একাদশে ৬ জনই অলরাউন্ডার খেলাতে পারে তারা। ফলে ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই বেশ কিছু বিকল্প পাবেন অধিনায়ক। ৬ জন অলরাউন্ডার খেললে ইমপ্যাক্ট সাবসহ ৯ ব্যাটারের পাশাপাশি বোলিংয়েও ৯জন পাবেন অধিনায়ক।
কলকাতার সম্ভাব্য একাদশ-
সুনীল নারিন, আজিঙ্কা রাহানে, ক্যামেরুন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রিংকু সিং, রামানদীপ সিং, তেজস্বী সিং, অনুকূল রায়, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও মুস্তাফিজুর রহমান।
ইমপ্যাক্ট প্লেয়ার- মাথিশা পাথিরানা।
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড-
আজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানীশ পাণ্ডে, রামানদীপ সিং, রিংকু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, তেজস্বী সিং দাহিয়া, কার্তিক ত্যাগী, রাহুল ত্রিপাঠী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন ও দক্ষ কামরা।
এইচজেএস