ব্রাজিলিয়ান ক্লাবের কোচিং থেকে ডেভিড আনচেলত্তির পদত্যাগ

প্রথম কোনো বিদেশি হিসেবে পূর্ণ মেয়াদে ব্রাজিলের প্রধান কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। তার সঙ্গে চুক্তিটা ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত হলেও, ব্রাজিল ফুটবল ফেডারেশন ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেই মেয়াদ বাড়াতে পারে। আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন তার ছেলে ডেভিড আনচেলত্তিও। পরবর্তীতে তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন দেশটির ক্লাব বোটাফোগোর। সম্প্রতি তাদের সঙ্গে যাত্রা শেষ করেছেন ডেভিড আনচেলত্তি।
রিও ডি জেনেইরোর ক্লাব বোটাফোগো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ইতালিয়ান এই কোচ ২০২৬ মৌসুমে আর দলের দায়িত্বে থাকছেন না। ডেভিড আনচেলত্তি নিজেই দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন। তার এই সিদ্ধান্তের নেপথ্য কারণ হিসেবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সম্প্রতি বোটাফোগো তাদের ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে বরখাস্ত করেছে। নিজের প্যানেলের একজনকে এভাবে সরিয়ে দেওয়ার বিষয়টি মানতে পারেননি জুনিয়র আনচেলত্তি।
ডেভিড আনচেলত্তির শর্ত ছিল– পুরো টেকনিক্যাল স্টাফ একসঙ্গে থাকলেই তিনি প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাবেন, তবে তাতে রাজি হয়নি বোটাফোগো। এর আগে ২০২৫ মৌসুমে বোটাফোগোর খেলোয়াড়রা বারবার পেশির চোটে পড়াকে কেন্দ্র করে ক্লাবটির ফিজিও লুকা গুয়েরা বিতর্কের মুখে পড়েন। গ্লোবো জানিয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো অভিযোগ করেছেন যে, গুয়েরার পরিচালিত অনুশীলনের পরিমাণ অনেক বেশি ছিল, যা ব্রাজিলিয়ান ফুটবলের ব্যস্ত ও দীর্ঘ সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ডেভিড আনচেলত্তি অবশ্য তার টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তে সমর্থন দেন।
ব্রাজিলিয়ান এই ক্লাব দিয়েই আনচেলত্তির সন্তান ক্যারিয়ারে প্রথমবার পেশাদার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ডেভিড আনচেলত্তির অধীনে বোটাফোগো ৩২ ম্যাচে ১৪ জয়, ১১ ড্র এবং ৭টিতে হেরেছে। ব্রাজিলিয়ান লিগ সেরি-আ’র মৌসুম অবশ্য শুরু হয়েছিল তার যোগদানের আগেই। মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে আনচেলত্তির বোটাফোগো।
ডেভিডের পদত্যাগ এবং নতুন কোচ নেওয়ার প্রসঙ্গে বোটাফোগো বিবৃতিতে জানিয়েছে, ‘ডেভিড আনচেলত্তি আর বোটাফোগোর কোচ নন। তার সঙ্গে শারীরিক প্রশিক্ষক লুকা গুয়েরা এবং সহকারী লুইস তেভেনেত ও অ্যান্ড্রু ম্যাঙ্গানও ক্লাব ছাড়ছেন। বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের দায়িত্বে থাকাকালে পেশাদারিত্ব ও অঙ্গীকারের জন্য বোটাফোগো ডেভিড আনচেলত্তিকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। শিগগিরই ঘোষণা করা হবে নতুন টেকনিক্যাল কমিটি।’
এএইচএস