বগুড়ায় ক্রিকেট একাডেমি করতে চান মুশফিক

ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। ইতোমধ্যেই টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তিনি। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটারের ক্রিকেটে হাতেখড়ি বগুড়ায়। এবার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে নিজের শহরে পেলেন সংবর্ধনা।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বগুড়ার তরুণ ক্রিকেটারদের উদ্যোগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অভিজ্ঞ এই ব্যাটারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মুশফিকের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের ক্রিকেটার ও বগুড়ার সন্তান তাওহিদ হৃদয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়, উদীয়মান ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। চেনা পরিবেশ আর শৈশবের স্মৃতির শহরে ফিরে আবেগে ভাসেন মুশফিক।
তিনি বলেন, 'আমিও একসময় তোমাদের মতোই ছিলাম। পরিবারের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। সময়ের প্রয়োজনে আমরা একদিন মাঠ ছাড়ব, কিন্তু হৃদয়, তামিমদের মতো নতুন প্রজন্মই তখন দেশের ক্রিকেটের দায়িত্ব নেবে।'
বগুড়ায় একটি আধুনিক ও মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ার স্বপ্ন দেখেন মুশফিক, 'বগুড়ায় একটি আধুনিক ও মানসম্মত ক্রিকেট একাডেমি গড়াই আমার স্বপ্ন। উত্তরাঞ্চলে প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু প্রয়োজনীয় সুযোগ, সুবিধা না থাকায় অনেক সম্ভাবনাময় খেলোয়াড় হারিয়ে যায়।'

'এমন একটি একাডেমি গড়তে চাই, যেখানে তরুণরা সারা বছর অনুশীলনের সুযোগ পাবে। এটি কোনো অভিজাত বা সীমাবদ্ধ জায়গা হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে।'
একই অনুষ্ঠানে মুশফিককে নিয়ে তাওহিদ হৃদয় বলেন, 'মুশফিক ভাইয়ের খেলা দেখেই আমার বেড়ে ওঠা। তিনি আমার আদর্শ। ২০০৭-০৮ সালের সেই দিনগুলোর স্মৃতি এখনও চোখে ভাসে। এমন একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য গর্বের।'
অনুষ্ঠান শেষে মাঠে উপস্থিত তরুণ ক্রিকেটারদের সঙ্গে কিছুটা সময় কাটান মুশফিক। এ সময় তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
আব্দুল মোমিন/এইচজেএস