কিংসের প্রথম হার, মোহামেডানের ড্র, ফর্টিজের জয়

বাংলাদেশ ফুটবল লিগে আজ তিনটি ম্যাচ ছিল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ১-১ গোলে আরামবাগের সঙ্গে ড্র করেছে। গাজীপুরে বসুন্ধরা কিংস ১-২ গোলে হেরেছে পুলিশের বিপক্ষে আর ফর্টিজ ৩-০ গোলে কিংস অ্যারেনায় হারিয়েছে ফকিরেরপুলকে।
টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। গত মৌসুমে মোহামেডানের কাছে শিরোপা হারিয়েছে। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে দারুণভাবে এগিয়ে চলছে কিংস। আজই প্রথম লিগে তেতো হারের স্বাদ পেয়েছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শনিবার তৃতীয় মিনিটেই কিংসকে চমকে দেয় পুলিশ। ওরগিয়েন তিসেরাংয়ের পাসে বল পেয়ে নিখুঁত শটে গোলকিপার আনিসুর রহমান জিকোর পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন রাব্বি হোসেন রাহুল। ৩২ মিনিটে সমতায় ফিরে কিংস। বক্সের ভেতর প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফয়সাল আহমেদ ফাহিম।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করে। ৭০ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস ক্লিয়ার করে কিংসের ত্রাতা বনেন সাদ উদ্দিন। ৮৬ মিনিটে দীপক রায়ের বুলেট গতির শট কিংসের ক্রসবার ঘেঁষে বাইরে যায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন উগান্ডার মিডফিল্ডার শাফিক কাগিমু। এই গোলেই কিংসের প্রথম হার নিশ্চিত হয়।

ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে মেহেদী হাসান মিঠুর গোলে এগিয়ে যায় মোহামেডান। ১৩ মিনিট পর হাকিম বাপ্পী খেলায় সমতা আনেন। ৭৬ মিনিটে আরামবাগের গোলরক্ষক আজাদ হোসেন বল গ্রিপে নিয়ে নিশ্চিত গোল বাঁচান। মোহামেডানের বিপক্ষে এক পয়েন্ট পেয়ে আরামবাগ ফকিরেরপুলের সমান ৫ পয়েন্ট। বাইলজ অনুযায়ী এবার দুই দল রেলিগেটেড হবে। দুই দলই এখন রেলিগেশন জোনে। কিংস হারলেও টেবিলের শীর্ষস্থান সুসংহতই রয়েছে। সাত ম্যাচে ১৬ পয়েন্টে এককভাবে শীর্ষে তারা। আজকের জয়ে ফর্টিজ ১৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কিংসকে হারিয়ে ১০ পয়েন্টে পুলিশ এফসি উঠেছে চতুর্থ স্থানে। মোহামেডান ড্র করে আট পয়েন্টে ষষ্ঠ স্থানে।
শহীদ হাদির জন্য আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ জন্য তিন ম্যাচেই এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
এজেড/এইচজেএস