৯ জনের দলকে হারিয়ে শীর্ষ পাঁচে লিভারপুল

তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। দুই গোলে জয়ের পথেই ছিল লিভারপুল। ৮৩ মিনিটে তাদের কিছুটা কাঁপিয়ে দিয়ে গোল পায় টটেনহ্যাম। তবে ১০ জনের দলটির জন্য ছিল ম্যাচে ফেরা বেশ কঠিন। এ ছাড়া যোগ করা সময়ে আরও এক লাল কার্ডে টটেনহ্যাম পরিণত হয় ৯ জনের দলে। শেষ পর্যন্ত তাদের ২-১ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে প্রবেশ করল অলরেডরা।
গতকাল শনিবার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে বল দখলে (৬৭ শতাংশ) বেশ এগিয়ে ছিল আর্নে স্লটের দল। তবে আক্রমণের দখল বেশি ছিল স্বাগতিক টটেনহ্যামের। গোলের জন্য তারা ১৫টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে। লিভারপুলের ৮ শটের লক্ষ্যে ছিল ৪টি। আলেক্সান্ডার ইসাকের গোলে লিড নেওয়ার পর লিভারপুলকে আরও এগিয়ে দেন হুগো একিতিকে। টটেনহ্যামের একমাত্র গোলটি করেন রিচার্লিসন।
ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণ পাল্টা-আক্রমণে লড়াই জমিয়ে তোলে। এর মাঝে ত্রয়োদশ মিনিটে লিভারপুল প্রথম সুযোগ পায়, তবে ডমিনিক সোবোজলাইয়ের ক্রসে ভার্জিল ফন ডাইকের হেড পরাস্ত করেন টটেনহ্যমা গোলরক্ষক। এরপর লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারও ঠেকিয়েছেন রঁদাল কোলো মুয়ানির হেড। এরই মাঝে ৩৩ মিনিটে টটেনহ্যাম সবচেয়ে বড় ধাক্কা খায় জাভি সিমন্স লাল কার্ড দেখলে। স্বদেশি ফন ডাইককে ফাউল করার পর রিপ্লে দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচের ডেডলক ভাঙে ৫৬ মিনিটে। ফ্লোরিয়ান ভির্টজের পাস পেয়ে ইসাক বল জালে জড়িয়ে লিভারপুলকে এগিয়ে দেন। তবে তার জন্য মুহূর্তটা পুরোপুরি স্বস্তির ছিল না। শট নেওয়ার সময় প্রতিপক্ষের চ্যালেঞ্জে যে চোট পেয়েছেন, সে কারণে উদযাপনও করতে পারেননি। শেষমেষ দু’জনের কাঁধে ভর সুইডিশ স্ট্রাইকারকে মাঠ ছাড়তে হয়েছে। মিনিট দশেক পর লিভারপুলের লিড দ্বিগুণ করেন একিতিকে। ফরাসি ফরোয়ার্ড হেড দিয়ে গোলটি করেন।
নাটকীয়তার আভাস দিয়ে ৮৩ মিনিটে টটেনহ্যামের হয়ে ব্যবধান কমান রিচার্লিসন। কিন্তু শেষ পর্যন্ত আর তাদের ম্যাচে ফেরা হয়নি। উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্রিস্টিয়ান রোমেরোকে। ইব্রাহিমা কোনাতেকে ফাউল করে মেজাজ হারানোর পুরস্কার পান এই আর্জেন্টাইন ডিফেন্ডার। এর সঙ্গে অলরেডদের কাছে ২-১ ব্যবধানে হার তো আছে–ই।
এই জয়ে ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে পাঁচ নম্বরে অবস্থান লিভারপুলের। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম ১৩তম। লিভারপুলের ওপরে অবস্থান করছে যথাক্রমে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা ও চেলসি।
এএইচএস