মেলবোর্নে কামিন্স না খেললে যাকে নেওয়ার ভাবনা অস্ট্রেলিয়ার

অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সাড়ে পাঁচ মাস পর মাঠে নেমে দলকে দারুণ জয়ে নেতৃত্ব দেন প্যাট কামিন্স। বাকি দুই ম্যাচ অজিদের জন্য আনুষ্ঠানিকতা, তাই মেলবোর্নে চতুর্থ ম্যাচ এমনকি সিরিজ থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছেন এই পেসার। পেস আক্রমণে তার শূন্যস্থান কে পূরণ করবেন, সেই লক্ষ্যে কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট।
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। কামিন্স ফেরার আগে সিরিজের শুরুতে খেলেছেন ব্রেন্ডন ডগেট ও মাইকেল নেসার। তাদের একাদশে ফেরানো হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে সবচেয়ে জোরালোভাবে উঠেছে ঝাই রিচার্ডসনের নাম। কাঁধের চোট থেকে সফলভাবে সেরে উঠেছে স্কোয়াডে ফেরার অপেক্ষায় তিনি।
অ্যাডিলেড টেস্ট সামনে রেখে দলের সঙ্গে রিচার্ডসন অনুশীলন করেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি স্কোয়াডে ছিলেন না। টেস্ট স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে ফিরলে ঠিক এক বছর পর তিনি দলে অন্তর্ভুক্ত হবেন। শেষবার তাকে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের দলে রাখা হয়েছিল।
২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর রিচার্ডসন কেবল তিন টেস্ট খেলেছেন। শেষবার তাকে টেস্ট খেলতে দেখা গেছে ২০২১ সালের ডিসেম্বরে। ইনজুরি জর্জর টেস্ট ক্যারিয়ারে ২২.০৯ গড়ে ১১ উইকেট নিয়েছেন।
পরের ম্যাচের জন্য দল বাছাইয়ে আরও ভাবার বিষয় আছে অস্ট্রেলিয়ার। কামিন্স না থাকায় প্রথম দুই টেস্টে নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথ অসুস্থ হয়ে অ্যাডিলেডে খেলতে পারেননি। পুরোপুরি সুস্থ হলে তাকে খেলানোর কথা ভাববে নির্বাচক কমিটি। এছাড়া ইনজুরিতে নাথান লিয়ন সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তার স্থলাভিষিক্ত খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। দলের স্পিন আক্রমণে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন টড মার্ফি। এছড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোরি রোচিচিওলি প্রথমবার ডাক পেতে পারেন। বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমান শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সফরে সামর্থ্যের প্রমাণ দিয়ে স্কোয়াডে ফেরার অপেক্ষায়।
এফএইচএম/