নিজ এলাকা নোয়াখালীর হয়ে খেলতে পেরে যা বললেন হাসান মাহমুদ

জাতীয় দলের নিয়মিত সদস্য হাসান মাহমুদ। সবশেষ বিপিএলে খেলেছিলেন রংপুরের হয়ে। বছর ঘুরে আসন্ন নতুন বিপিএলে নাম লিখিয়েছেন নোয়াখালী এক্সপ্রেসে। হাসান লক্ষ্মীপুরের ছেলে। এবার সুযোগ পেয়েছেন একই অঞ্চলের হয়ে খেলার।
যে কারণে নোয়াখালী এক্সপ্রেসের অংশ হতে পেরে হাসান মাহমুদ কতটা আনন্দিত জানালেন নিজেই। আজ সোমবার দলটির প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'না, আমার কাছে খুবই ভালো লাগছে আর খুবই এক্সাইটেড। নোয়াখালী এরকম একটা উদ্যোগ নিয়েছে বিপিএল দল করার। আমি সুযোগ পেয়েছি। আমি খুবই খুশি।'
লক্ষ্মীপুর ও নোয়াখালীর এই বন্ধনকে তিনি দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন, 'আমাদের লক্ষ্মীপুরবাসী যারা নোয়াখালীর সাথে কানেক্টেড ওরা খুবই আনন্দিত। ... এখন শক্তিটা আরেকটু বেড়েছে নোয়াখালীর জন্য যে লক্ষ্মীপুর আর নোয়াখালী এখন একসাথে যুক্ত আছে।'
বিপিএলকে নিজের প্রমাণের সেরা মঞ্চ হিসেবে দেখছেন এই ডানহাতি পেসার। পরে বিশ্বকাপের স্বপ্ন নিয়ে হাসান বলেন, 'হ্যাঁ আমার কাছে মনে হয় এটা একটা প্ল্যাটফর্ম যে আপনি নিজেকে প্রমাণ করতে চাইলে এটা খুবই একটা ভালো মঞ্চ। আর যদি আমি ভালো একটা শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশনে নিতে পারি বিপিএলে, অবশ্যই আমার বিশ্বকাপ খেলার জন্য জায়গা হবে ইনশাল্লাহ।'
নিজের বোলিং বৈচিত্র্য নিয়ে কাজ করার কথাও জানিয়েছেন হাসান, 'আমার যে স্পেশালিটি ইয়র্কার, স্লোয়ার—সম্পূর্ণ গেম সেন্স নিয়ে আমি কাজ করছি আরো। ইনশাআল্লাহ এই বিপিএলে আরও একটা চমক থাকবে।'
এসএইচ/এফআই