অ্যাশেজে কামিন্সকে নিয়ে সিদ্ধান্ত জানাল অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স যে আভাস দিয়েছিলেন, তাই হলো। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য ১৫ জনের দলে নেই তার নাম। এমনকি সিডনিতেও অ্যাশেজের শেষ টেস্টে তাকে না রাখার সিদ্ধান্ত জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া।
৩২ বছর বয়সী পেসারকে অ্যাশেজের বাকি দুই ম্যাচে খেলাতে চায় না অস্ট্রেলিয়া। ইতোমধ্যে সিরিজ জয়ের লক্ষ্য পূরণ হওয়ায় তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিবে না তারা। চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলেননি কামিন্স। চোটের কারণে সাড়ে পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। তবে মাঠে ফেরার জন্য ঝুঁকিপূর্ণ পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যান। অ্যাডিলেডে ফিরে ছয় উইকেট নিয়ে নিজের জাত চেনান এই পেসার। অধিনায়ক হিসেবে অ্যাশেজ সিরিজ নিশ্চিত করার পর তিনি বাকি দুই টেস্টে খেলা নিয়ে সংশয় প্রকাশ করেন।
আজ (মঙ্গলবার) বক্সিং ডে টেস্টের দল ঘোষণার পর প্রত্যাশিতভাবে তার নাম দেখা যায়নি স্কোয়াডে। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করলেন, সিডনিতে পরের ম্যাচেও দেখা যাবে না তাকে। কোচ বললেন, ‘সিরিজের বাকি ম্যাচে আর সে খেলবে না। তার ফেরার পর থেকেই আমরা এই ব্যাপারে দীর্ঘ আলোচনা করেছি। হ্যাঁ, আমরা কিছু ঝুঁকি নিয়েছিলাম। এখন আমরা সিরিজ জিতে গেছি এবং এটাই ছিল লক্ষ্য। তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলা এবং তার দীর্ঘমেয়াদে কঠিন অবস্থায় রাখার ব্যাপারটি আমরা চাই না।’
কামিন্সের অনুপস্থিতিতে আবার নেতৃত্বে ফিরেছেন স্টিভ স্মিথ। আর পেস আক্রমণে ডাকা হয়েছে ঝাই রিচার্ডসনকে। অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা নাথান লায়নের স্থলাভিষিক্ত হয়েছেন স্পিনার টড মার্ফি।
এফএইচএম/