গাড়ি দুর্ঘটনায় আহত মেসির বোন

লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি মায়ামিতে একটি ট্রাক চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার কারণে নিজের বিয়ে স্থগিত করেছেন মারিয়া। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন এই খবর জানিয়েছে।
এলএএম-এর সাংবাদিক অ্যাঞ্জেল দে ব্রিতো ও মারিয়া-মেসির মা সেলিয়া কুচিত্তিনি এই দুর্ঘটনার তথ্য দিয়েছেন। মারিয়া এখন বিপদমুক্ত। তবে সুস্থ হতে পুনর্বাসনে যেতে হচ্ছে তাকে।
আগামী ৩ জানুয়ারি সান্তা ফের রোজারিওতে বিয়ের পরিকল্পনা ছিল মারিয়ার। এরই মধ্যে মেসি স্ত্রীকে নিয়ে ছুটি কাটাচ্ছেন নিজ জন্মভূমির এই শহরে।
সেলিয়া নিশ্চিত করেছেন, মারিয়া এসইউভি চালানোর সময় দেয়ালে ধাক্কা লাগে। তাতে কব্জির কিছু অংশ পুড়ে গেছে তার। মেরুদণ্ডের দুটি হাড়ে চিড় ধরেছে, ভেঙে গেছে গোড়ালি।
মেসির ছোট বোনের হবু বর হুলিয়ান তুলি আরেয়ানো। ১২ বছরের সম্পর্ক তাদের। বর্তমানে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচ হুলিয়ান। সাউদার্ন রোজারিওর লা বাজাদা অঞ্চলে কৈশোর থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। দুজনের পরিবারের মধ্যেও বেশ ভালো সম্পর্ক। ২০১৭ সালে মেসি ও রোকুজ্জোর বিয়েতেও দেখা গেছে হুলিয়ানকে। মেসির ভাইদের সঙ্গে তিনি স্থানীয় ফুটবল খেলতে গিয়েই দুই পরিবারের মধ্যে সম্পর্কের শুরু। রোজারিওতে কোচিং অধ্যায়ের শুরু, পরে তাকে মায়ামির কোচিং স্টাফ হিসেবে তাকে যুক্ত করা হয়। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ তিনি।
বরাবর গণমাধ্যমের ক্যামেরা এড়িয়ে চলা মারিয়া একজন ব্যবসায়ী। রোজারিওর স্থায়ী বাসিন্দা। ফ্যাশন ডিজাইনারও তিনি। মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড বিকিনিস রিওর মালিক মারিয়া।
এফএইচএম/