নবাগত নোয়াখালীকে নিয়ে আশাবাদী অঙ্কন

বিপিএলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির হয়ে খেলবেন জাতীয় দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। আজ মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, টুর্নামেন্টের শুরুতে ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত।
অঙ্কন বলেন, 'আমার কাছে মনে হয় যে সব দল অনেক ভারসাম্যপূর্ণ। সবাই অনেক সময় পেয়েছে দল করার জন্য বা তারা ওই পরিকল্পনা করেই দল করছে। কে কেমনভাবে চাপ সামলাতে করতে পারে, কে কেমনভাবে ম্যাচ জিততে পারে বেশি, ওটা বেশি গুরুত্বপূর্ণ। আর ফলাফল নিয়ে অতটা চিন্তা না, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে। কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।'
নোয়াখালী এক্সপ্রেসের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে উচ্ছ্বসিত অঙ্কন, 'আমার কাছে মনে হয় যে তারা (নোয়াখালী) প্রথমবার হিসেবে খুবই ভালো করছে। এপর্যন্ত দলের পরিবেশ হতে শুরু করে সবকিছুই অনেক গোছানো। আশা করি যে তারাও অনেক বছর চালিয়ে যেতে পারবে। নোয়াখালীর অনেক ভালো ভক্ত-সমর্থকও আছে। আশা করি তারা অনেক ভালো করবে বিপিএলে।'

নোয়াখালীর হয়ে খেলবেন আফগান অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার সম্পর্কে অঙ্কন বলেন, '(নবীর অভিজ্ঞতা) অবশ্যই অনেক কাজে লাগবে। সে তো অনেক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে, বিপিএলও অনেক বছর খেলছে। আশাবাদী যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো দলগতভাবে।'
অঙ্কনের কাছে চ্যাম্পিয়নশিপের চেয়ে প্রতিটি ম্যাচে দল হিসেবে পারফর্ম করাটাই আসল, 'আসলে সবারই লক্ষ্য থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা প্রথম থেকে দল হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারছি, কতটা সবাই পারফরম্যান্স করতে পারছে—সেটাই গুরুত্বপূর্ণ বড় নাম নিয়ে চিন্তা করার চেয়ে। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।'
এসএইচ/এফআই