অধিনায়ক মিঠুন কি আন্ডাররেটেড, নিজেই দিলেন উত্তর

সবশেষ বিপিএলে ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছিল চট্টগ্রাম রয়্যালস। আর দলটির নেতৃত্বে ছিলেন মোহাম্মদ মিঠুন। আসন্ন বিপিএলেও অধিনায়কত্ব করবেন তিনি, তবে ঢাকা ক্যাপিটালসের হয়ে। নেতৃত্বে কি তিনি আন্ডাররেটেড? এমন প্রশ্নের উত্তর তাকেই দিতে হলো।
আজ (বুধবার) সাংবাদিকদের সামনে মিঠুন বলেন, তাকে দেওয়া আন্ডাররেটেড তকমা মূলত গণমাধ্যমের সৃষ্টি। তার কথা, ‘আন্ডাররেটেড যেটা বললেন, সেটা তো আপনাদের মাধ্যমেই (সংবাদমাধ্যম) হয়। এটা তো আর আমি নিজে বলতে পারব না যে আমি কেমন অধিনায়কত্ব করি। আমি যখন যেখানে দায়িত্ব পাই, সেখানে নিজের শতভাগ দিতে চেষ্টা করি। আমার লক্ষ্য থাকে দলের সবার কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে আনার।’

ঢাকা ক্যাপিটালসকে একটি ভারসাম্যপূর্ণ দল হিসেবে উল্লেখ করে মিঠুন বলেন, ‘ঢাকা ক্যাপিটালস খুব ভারসাম্যপূর্ণ একটি দল। আমাদের বড় সুবিধা হলো অভিজ্ঞতা। টি-টোয়েন্টি ফরম্যাটে অনেকে বলতে পারেন এটা তরুণদের খেলা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অভিজ্ঞ খেলোয়াড়দের খেলা। অভিজ্ঞ মানে এটা না যে বয়স অনেক হতে হবে। অনেক ম্যাচ খেলা এবং ভিন্ন ভিন্ন পরিবেশ সামলানোর অভিজ্ঞতা থাকা জরুরি।’
পরে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের প্রশংসা করে মিঠুন জানান, ‘আমাদের দলে অনেক পরিণত খেলোয়াড় আছেন, যারা নিজেদের ভূমিকা জানেন। এতে অধিনায়ক হিসেবে আমার কাজও সহজ হয়ে যায়।’
এসএইচ/এফএইচএম