মেসিকে বিশেষ ছুরি উপহার দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

লিওনেল মেসির জন্মদিন মানেই পুরো ফুটবল বিশ্বের জন্য ভিন্ন এক উপলক্ষ। বৃহস্পতিবার (২৪ জুন) ছিল আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের ৩৪তম জন্মদিন। পুরো বিশ্বজুড়েই চলেছে মেসি বন্দনা। সবাই জানিয়েছেন শুভেচ্ছা, সতীর্থরা তো মেসিকে চমকে দিয়েছিলেন নানা উপহারে।
বাদ যায়নি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও। মেসির জন্মদিনে বিশেষ এক উপহারও দেন তারা। কী সেটা? তার নাম লেখা একটি ছুরি মেসিকে উপহার হিসেবে দেয় এএফএ।
ক্ষুদে জাদুকরের হাতে বিশেষ এই ছুরি তুলে দেন সংস্থাটির প্রেসিডেন্ট ক্লাউদিও ফাবিয়ান তাপিয়া। এছাড়াও মেসির জন্য কেক নিয়ে টিম হোটেলে হাজির হন তারা। এর আগে মেসির জন্মদিনের শুরুতেই তাকে চমকে দিয়ে রুমে হাজির হন আর্জেন্টাইন ক্লাব সতীর্থরা।
পরে তাদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে মেসি লিখেছিলেন, ‘সতীর্থদের সঙ্গে জন্মদিন শুরু হলো এবং কিছু উপহার পেলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ এই দিনটাকে বিশেষ করে তোলার জন্য। যদিও আমি আমার পরিবারের কাছে নেই। তাদেরকে এই সময়ে খুব মিস করছি।’
এমএইচ