চোটে বিপর্যস্ত বার্সেলোনা, বিপদ কাটাতে ৩ আর্জেন্টাইনের ওপর নজর

লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা চলতি মৌসুমের শুরু থেকেই রক্ষণভাগ নিয়ে ভুগছে। তবে শুরুর বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে এবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে কাতালানরা। এরই মাঝে চোটে বিপর্যস্ত হ্যান্সি ফ্লিকের দল। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং রোনাল্দ আরাউহো অনির্দিষ্টকালের ছিটকে পড়ায় ক্লাবটি বিকল্প ডিফেন্ডারে নজর দিয়েছে। ওই তালিকায় আছেন তিন আর্জেন্টাইন।
বিশ্বজুড়ে বড়দিন এবং নববর্ষের ছুটি চলছে। এর মাঝেই শীতকালীন দলবদল বাজারে নড়াচড়া শুরু করেছে বার্সেলোনা। এ নিয়ে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ব্লুগ্রানা ক্লাবটি বিশেষভাবে সেন্ট্রাল ডিফেন্স শক্তিশালী করতে যেসব ফুটবলারের দিকে নজর দিচ্ছে, তাদের নাম উঠে এসেছে। সেখানে বিশ্বকাপজয়ী নিকোলাস ওটামেন্ডির পাশাপাশি আছেন মার্কোস সেনেসি ও হুয়ান ফয়েথ।
আর্জেন্টিনার অভিজ্ঞ তারকা ওটামেন্ডির বয়স এখন ৩৭। ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকলেও তিনি এখনও হোসে মরিনিয়োর বেনফিকার নিয়মিত একাদশের সদস্য এবং দলটিকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। ওটামেন্ডির সঙ্গে পর্তুগিজ ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। তিনি চুক্তি নবায়ন করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। মার্কোস সেনেসির ক্ষেত্রেও চুক্তিগত পরিস্থিতি প্রায় একই। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জুনে।
২৮ বছর বয়সী ডিফেন্ডার সেনেসি বোর্নমাউথের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭০টি ম্যাচ খেলেছেন। গত বছর ও চলতি মৌসুমে তার ধারাবাহিক ভালো পারফরম্যান্স নজর কেড়েছে। সেই সুবাদে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও ডাক পেয়েছেন সেনেসি। তবে তাকে দলে নেওয়া সহজ হবে না, কারণ দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদও তাকে পেতে আগ্রহী। যা তার বাজারমূল্য বাড়িয়ে দিতে পারে।
আরেক আর্জেন্টাইন হুয়ান ফয়েথ স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে এখন পর্যন্ত ১৪৯ ম্যাচ খেলেছেন। রক্ষণে তার বহুমুখী কার্যদক্ষতা বার্সেলোনার কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তিনি রাইটব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্স, দুই ভূমিকাতেই সমান দক্ষ। পাশাপাশি পেছন থেকে বল বের করে আনার ক্ষমতাও তার একটি বড় গুণ, যা কাতালান ক্লাবটির নজর কেড়েছে।
এ ছাড়া আরও কয়েকজন ডিফেন্ডারকে সম্ভাব্য তালিকায় রেখেছে মুন্দো দেপোর্তিভ। কাতালানদের নজরে আছেন– ইন্টারের স্টিফান ডি ফ্রাই (লাউতারো মার্তিনেজের সতীর্থ), জার্মানির ইউনিয়ন বার্লিনের ২৬ বছর বয়সী ডিফেন্ডার দিয়েগো লেইতে, রিয়াল বেটিসের দিয়েগো লোরেন্তে এবং রায়ো ভায়েকানোর লুইজ ফেলিপে।
এএইচএস