ওপেনার ইমন চারে ব্যাটিং প্রসঙ্গে যা বললেন

চলমান বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচেই রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। তবে ওপেনার ইমন আজ ব্যাটিং করেছেন চার নম্বরে। এর আগে আয়ারল্যান্ড সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জার্সিতেও চার নম্বরে খেলেছিলেন তিনি।
এবার বিপিএলেও খেলতে হলো চারে। ইমনকে কি চার নম্বরের জন্যই ভাবছে সিলেট? এই প্রশ্নের জবাবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘না এরকম কিছু বলেনি। তবে বলেছে যে, যেকোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত থাকতে হবে।’
৩ বা ৪ নম্বরে খেলার প্রস্তুতি নিয়ে ইমন জানান, ‘প্রস্তুতিটা এখান থেকে নিচ্ছি। এটা আমার জন্য অবশ্যই ভালো সুযোগ। যেকোনো জায়গায় খেলে নিজেকে প্রস্তুত রাখা। আসলে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। দল আমার কাছ থেকে যা চায়, সেখানে নিজেরও ফিল করাটা জরুরি। দলের জন্য এখন খেলতে হবে।’
ইমন আরও বলেছেন, ‘ওপেনিংয়ে খেললে হয়তো বড় ইনিংস খেলতে পারতাম। তবে না-ও হতে পারতো। চারে নেমে চেষ্টা করেছি সেরাটা দিতে। দলে আমার এখানে দরকার ছিল। আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করেছি খেলাটা। জার্সি সুন্দর হয়েছে, আমাদের সিলেটের ম্যাচ জার্সি, প্র্যাকটিস জার্সি দুটাই অনেক সুন্দর হয়েছে।’
দুই জায়গায় দুই ধরনের ব্যাটিংয়ের মাইন্ডসেট নিয়ে তিনি বলেছেন, ‘না, দুই জায়গায় দুই রকম চিন্তা থাকে। পাওয়ার প্লেতে এক রকম, ৬ ওভারের পরে আরেক রকম। সেভাবে খেলার চেষ্টা করছি। তবে ওপেনার হিসেবে অবশ্যই ওপেনিংয়ে খেলতে (স্বাচ্ছন্দ্যবোধ করি)।’
এসএইচ/এফএইচএম