অ্যাঙ্গোলার বিপক্ষে না জিতেও গ্রুপ চ্যাম্পিয়ন মিসর

জিম্বাবুয়েকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের এবারের আসর শুরু করা মিসর জিতেছে দ্বিতীয় ম্যাচেও। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাতে পারেননি মোহাম্মেদ সালাহরা। সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
এই ড্রয়ের মাধ্যমে ৩ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই পরবর্তী রাউন্ডে উঠেছে মিসর। এদিকে তিন নম্বরে অবস্থান অ্যাঙ্গোলার। সেরা তৃতীয় দল হিসেবে তারাও পরের রাউন্ড খেলার সুযোগ পাচ্ছে। এছাড়া ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে সেরা ১৬-তে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা।
রাউন্ড অব সিক্সটিনে মিসরের প্রতিপক্ষ হবে ‘ডি’ গ্রুপের তৃতীয় হওয়া দল। এই তালিকায় সম্ভাব্য দল বেনিন। যদিও বেনিনের অবস্থানের পরিবর্তন হতে পারে। এছাড়া ‘এফ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ও ‘ডি’ গ্রুপের গ্রুপ রানার্সআপের বিপক্ষে অ্যাঙ্গোলা মাঠে নামবে।
আডরার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে খানিকটা এগিয়ে ছিল মিসর। তবে আক্রমণের ধার বেশি ছিল অ্যাঙ্গোলার। ম্যাচের ৫৪ শতাংশ সময় নিজেদের কাছে বল ধরে রাখে মিসর। প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে মোট শট নেয় ছয়টি। কিন্তু আসেনি কোনো গোল।
অন্যদিকে ম্যাচের ৪৬ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখে অ্যাঙ্গোলা। মিসরের গোলবারের দিকে তারা শট নিয়েছে ২০টি। এর মধ্যে পাঁচটি ছিল অনটার্গেটে।
রাউন্ড অব সিক্সটিনে মিসরের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।
এমএমএম/