হ্যাটট্রিক হারের পর বিদেশিদের অপেক্ষায় নোয়াখালী

চলমান বিপিএলে ভালো অবস্থানে নেই নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। কেননা প্রথম ৩ ম্যাচেই হেরেছে নবাগত দলটি। সবশেষ গতকাল (সোমবার) রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৬ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তাদের পেসার রেজাউর রহমান রাজা।
কয়েকজন বিদেশি খেলোয়াড় আসলেই দল ঘুরে দাঁড়াবে মনে করেন রাজা, ‘আমি মনে করি আমাদের যারা বিদেশি আছেন, উনারা হয়তো তিন ম্যাচ পরে দলে যোগ দিবেন। আশা করি (তারা এলে) সামনে ভালো ম্যাচ হবে।’
দল পরিচালনার ভার ম্যানেজমেন্টের হাতে ছেড়ে দিতে চান রাজা, আর খেলোয়াড় হিসেবে মাঠে পারফর্মের কাজ করতে চান, ‘আসলে এগুলো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমরা খেলোয়াড়, কারা কখন আসবে ওটা তো আমাদের জানার কথা না। ম্যানেজমেন্ট ভালো জানে এগুলো।’
অধিনায়ক সৈকত আলীর না খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘(সৈকতের ইনজুরি কিনা) আসলে আমি সর্বশেষ টিম মিটিংয়েও দেখেছি উনি সুস্থ আছেন। এখন জানি না, হয়তো টিম ম্যানেজমেন্ট দলের ভালোর জন্য বা কোনো ভালো একটা পরিবর্তন এনেছে বা আসছে।’
দিপুর একাদশে সুযোগ পাচ্ছেন না, এই ব্যাপারে রাজার কথা, ‘(দিপু সুযোগ পাচ্ছে না) এটা আসলে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, আমরা জানি না। দিপু আমার রুমমেট, ওর একটু ঘাড়ে লক হয়েছে আজকে সকালে। হয়তোবা সেই কারণে একটু... এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এটা আসলে আমাদের খেলোয়াড়দের জানার কথা না। কোচ আছেন, অধিনায়ক আছেন, উনারা যেটা ভালো মনে করেন।’
এসএইচ/এফএইচএম