শিরোপা জিতে কত টাকা পেয়েছে আবাহনী?

শেষ হলো ঢাকার ক্রিকেটের মহাযজ্ঞ। ৩১ মে পর্দা উঠে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতি ঘটল গত ২৬ জুন। প্রায় মাসব্যাপী এই ক্রিকেট লড়াই শেষে বিজয়ীর হাসি আবাহনী লিমিটেডের মুখে। শিরোপার খুব কাছে গিয়েও আক্ষেপে পুড়তে হলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। টুর্নামেন্ট শেষে দুই দলের হাতেই উঠেছে ট্রফি। পুরস্কার পেয়েছেন ব্যক্তিগত পারফর্মাররাও।
ডিপিএল শেষে ট্রফির সঙ্গে আর্থিক পুরস্কারও পেয়েছে চ্যাম্পিয়ন ও রানার আপ দল। চ্যাম্পিয়নের মুকুট পরা আবাহনী লিমিটেড পেয়েছে ১২ লাখ টাকা। রানার আপ হওয়ায় প্রাইম ব্যাংকের হাতে উঠেছে ১০ লাখ টাকার চেক। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি পেয়েছেন ১ লাখ টাকা।
ডিপিএলের আয়োজন সংস্থা সিসিডিএম নিরাশ করেনি সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকদের। ব্রাদার্স ইউনিয়ন সুপার লিগে না উঠলেও লিগ পর্বে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দলটি অধিনায়ক মিজানুর রহমান। নুরুল হাসান সোহান, মুমিনুল হক, নাঈম শেখদের পিছনে ফেলে ৪১৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাম তিনি। সুন্দর একটি ট্রফির সঙ্গে মিজানুর পেয়েছেন ১ লাখ টাকার চেক।
২৬ উইকেট নিয়ে ডিপিএল ২০১৯-২০ মৌসুমের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন আবাহনী লিমিটেডের মোহাম্মদ সাইফউদ্দিন। কামরুল ইসলাম রাব্বি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানদের পিছনে ফেলে ১ লাখ টাকার পুরস্কার হাতে তুলেছেন তিনি।
টিআইএস/এটি