বিশ্বকাপসহ ২০২৬ সালে বৈশ্বিক ফুটবলে যত খেলার সূচি

নতুন দিনের আগমনী বার্তা নিয়ে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে ইংরেজি নববর্ষ ২০২৬। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব ক্রীড়াঙ্গন ঠাসা সূচিতে মগ্ন থাকবে। বিশেষ করে ফুটবলবিশ্বকে বুঁদ করে রাখতে আসছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ফিফা উইন্ডো, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগসহ বছরজুড়েই থাকছে ফুটবলের ব্যস্ততা। ২০২৬ সালে বিশ্ব ফুটবলে মাসভিত্তিক যত খেলা রয়েছে, তার সূচি দেখে নেওয়া যাক একনজরে—
জানুয়ারি
৩-৫ জানুয়ারি : আফ্রিকান নেশন্স কাপ, শেষ ষোল
৯-১০ জানুয়ারি : আফ্রিকান নেশন্স কাপ, মরক্কো, কোয়ার্টার ফাইনাল
১৭ জানুয়ারি : আফ্রিকান নেশন্স কাপ, তৃতীয় স্থান, প্লে-অফ
১৮ জানুয়ারি : আফ্রিকান নেশন্স কাপ, ফাইনাল, রাবাত
২০-২১ জানুয়ারি : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
২৮ জানুয়ারি : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
২২ জানুয়ারি : ইউরোপা লিগ
২৩-২৫ জানুয়ারি : সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ
ফেব্রুয়ারি
১ ফেব্রুয়ারি : সিএইফ কনফেডারেশন্স কাপ
৬-৮ ফেব্রুয়ারি : সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ
৮ ফেব্রুয়ারি : সিএএফ কনফেডারেশন্স কাপ
১১-১২ ফেব্রুয়ারি : নারী চ্যাম্পিয়ন্স লিগ, প্লে—অফ, ১ম লেগ
১৩-১৫ ফেব্রুয়ারি : সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ
১৫ ফেব্রুয়ারি : সিএএফ কনফেডারেশন্স কাপ
১৭-১৮ ফেব্রুয়ারি : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্লে-অফ, ১ম লেগ
১৮-১৯ ফেব্রুয়ারি : নারী চ্যাম্পিয়ন্স লিগ, প্লে-অফ, ২য় লেগ
১৯ ফেব্রুয়ারি : উয়েফা ইউরোপা লিগ, কনফারেন্স লিগ, প্লে—অফ, ১ম লেগ
২৪-২৫ ফেব্রুয়ারি : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্লে—অফ, ২য় লেগ
২৬ ফেব্রুয়ারি : উয়েফা ইউরোপা লিগ/ কনফারেন্স লিগ, প্লে—অফ, ২য় লেগ
মার্চ
২-৪ মার্চ : এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল ১ম লেগ
৯-১১ মার্চ : এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল ২য় লেগ
১০-১১ মার্চ : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল, ১ম লেগ
১২ মার্চ : উয়েফা ইউরোপা লিগ/কনফারেন্স লিগ, শেষ ১৬, ১ম লেগ
১০-১১ মার্চ : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল, ১ম লেগ
১২ মার্চ : উয়েফা ইউরোপা লিগ/কনফারেন্স লিগ, শেষ ১৬, ১ম লেগ
১৫ মার্চ : সিএএফ কনফেডারেশন্স কাপ, কোয়ার্টার ফাইনাল, ১ম লেগ
১৭-১৮ মার্চ : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ১৬, ২য় লেগ
১৯ মার্চ : উয়েফা ইউরোপা লিগ/কনারেন্স লিগ, শেষ ১৬, ২য় লেগ
২০-২১ মার্চ : সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ, কোয়ার্টার ফাইনাল, ২য় লেগ
২২ মার্চ : সিএএফ কনফেডারেশন্স কাপ, কোয়ার্টার ফাইনাল ২য় লেগ
২৪-২৫ মার্চ : নারী চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল, ১ম লেগ
২৬ মার্চ : বিশ্বকাপ ইউরোপিয়ান প্লে-অফ সেমিফাইনাল
২৬ মার্চ : বিশ্বকাপ ইউরোপিয়ান প্লে-অফ সেমিফাইনাল
৩০ মার্চ : বিশ্বকাপ ইউরোপিয়ান প্লে-অফ ফাইনাল
৩১ মার্চ : বিশ্বকাপ ইন্টার-কনফেডারেশন্স প্লে-অফ ফাইনাল

এপ্রিল
১-২ এপ্রিল : নারী চ্যাম্পিয়ন্স লিগ, কোয়ার্টার ফাইনাল, ২য় লেগ
৭-৮ এপ্রিল : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোয়ার্টার ফাইনাল, ১ম লেগ
৯ এপ্রিল : উয়েফা ইউরোপা লিগ/কনফারেন্স লিগ, কোয়ার্টার ফাইনাল ১ম লেগ
১০-১১ এপ্রিল : সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ, সেমিফাইনাল ১ম লেগ
১২ এপ্রিল : সিএএফ কনফেডারেন্স কাপ, সেমিফাইনাল, ১ম লেগ
১৪-১৫ এপ্রিল : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোয়ার্টার ফাইনাল, ২য় লেগ
১৭-১৮ এপ্রিল : সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ, সেমিফাইনাল ২য় লেগ
১৭-২৫ এপ্রিল : এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, সৌদি আরব
১৯ এপ্রিল : সিএএফ কনফেডারেশন্স কাপ সেমিফাইনাল, ২য় লেগ
২৫-২৬ এপ্রিল : নারী চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল, ১ম লেগ
২৮-২৯ এপ্রিল : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ১ম লেগ
৩০ এপ্রিল : ইউরোপা লিগ/কনফারেন্স লিগ সেমিফাইনাল ১ম লেগ
মে
২-৩ মে : নারী চ্যাম্পিয়ন্স লিগ, সেমিফাইনাল ২য় লেগ
৫-৬ মে : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ২য় লেগ
৭ মে : উয়েফা ইউরোপা লিগ/কনফারেন্স লিগ সেমিফাইনাল, ২য় লেগ
১৩ মে : ইতালিয়ান কাপ ফাইনাল, রোম
১৬ মে : ইংলিশ এফএ কাপ ফাইনাল, ওয়েম্বলি
সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ, ফাইনাল ১ম লেগ
সিএএফ কনফেডারেশন্স কাপ ফাইনাল, ১ম লেগ
২০ মে : ইউরোপা লিগ ফাইনাল, তুরষ্ক
২৩ মে : নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ওসলো
২৩ মে : জার্মান কাপ ফাইনাল, অলিম্পিক স্টেডিয়াম, বার্লিন
ফ্রেঞ্চ কাপ ফাইনাল, প্যারিস
সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ২য় লেগ
সিএএফ কনফেডারেশন্স কাপ ফাইনাল ২য় লেগ
২৪ মে : ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি-এ, স্প্যানিশ লা লিগার শেষ দিন
২৭ মে : উয়েফা কনফেডারেশন্স লিগ ফাইনাল, লিপজিগ
৩০ মে : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, হাঙ্গেরি

জুন-জুলাই
১১ জুন-২৮ জুন : বিশ্বকাপের গ্রুপপর্ব, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
২৯ জুন-৩ জুলাই : বিশ্বকাপের শেষ ৩২, যুক্তরাস্ট্র, কানাডা, মেক্সিকো
৪-৭ জুলাই : বিশ্বকাপের শেষ ১৬, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
৯-১১ জুলাই : বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
১৪ জুলাই : বিশ্বকাপ সেমিফাইনাল, আর্লিংটন
১৫ জুলাই : বিশ্বকাপ সেমিফাইনাল, আটালান্টা
১৮ জুলাই : বিশ্বকাপ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যুক্তরাষ্ট্র
১৯ জুলাই : বিশ্বকাপ ফাইনাল, ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র
আগস্ট
১২ আগস্ট : ইউরোপিয়ান সুপার কাপ, অস্ট্রিয়া
ডিসেম্বর
৬ ডিসেম্বর : ইউরো ২০২৮ বাছাইপর্ব ড্র, বেলফাস্ট, নর্দান আয়ারল্যান্ড
এএইচএস