ডিপিএলে ব্যাট হাতে আলো ছড়ালেন যারা

করোনাভাইরাসের কারণে সূচি জটিলতায় এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয় টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ দিনের ক্রিকেট মহাযজ্ঞ থামে গত ২৬ জুলাই। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফর্ম করা আবাহনী লিমিটেডের হাতে উঠেছে হ্যাটট্রিক শিরোপা। এবারের ডিপিএলে ব্যাট হাতে আলো কেড়েছেন অনেক আনকোরা ক্রিকেটার। বাজিমাত করেছেন মিজানুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুনিম শাহরিয়াররা।
ডিপিএল শেষে ব্যাট হাতে রাজত্ব কাদের?
ঢাকা লিগে এবার প্রথম পর্ব, সুপার লিগ আর রেলিগেশন পর্ব মিলে মাঠে গড়িয়েছে ৮৪টি ম্যাচ। যেখান ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছেন অনেকেই। তবে সফলতার বিচারে বাকিদের থেকে এগিয়ে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমান। তার দল সুপার লিগে উঠতে না পারলেও প্রথম পর্বে যেভাবে রানের ফোয়ারা ছুটিয়েছেন, পরে তাকে আর টপকাতে পারেনি কেউই। এতে টুর্নামেন্ট শেষে সেরা ব্যাটসম্যানের পুরষ্কার ওঠে তার হাতেই।
লিগ পর্বের ১০ ম্যাচে ব্যাট হাতে নেমে সর্বোচ্চ ৪১৮ রান করেন মিজানুর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয় দ্বিতীয় সর্বোচ্চ ৩৯২ রানে থামেন। মিজানুরের থেকে ২ ইনিংস বেশি ব্যাট করেন তিনি। এছাড়াও অখ্যাত মুনিম শাহরিয়ার, হাসানুজ্জামান, ইমরানুজ্জাম, আব্বার মূসারা নিজেদের ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন।
ডিপিএল ২০১৯-২০ মৌসুম কুড়ি ওভারের ফরম্যাটে হওয়ার শতক এসেছে মাত্র দুটি। একটি মিজানুরের, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। আরেকটি পারটেক্স স্পোর্টিং ক্লাবের ব্যাটস হাসানুজ্জামানের। রেলিগেশন পর্বের ম্যাচে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তার দল রেলিগেশন এড়াতে পারেনি।
এছাড়াও নব্বই ঊর্ধ্ব ইনিংস আছে চারটি। মেহেদী মারুফ, মুনিম শাহরিয়ার, রাকিন আহমেদ ও শেখ মেহেদী হাসানের। টুর্নামেন্টের সর্বোচ্চ ফিফটি হাঁকানোর দিক থেকেও এগিয়ে মিজানুর। ৪টি অর্ধশতক আছে তার দখলে। তিনটি করে ফিফটি আছে সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন ও রনি তালুকদারের।
এবারের ডিপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর লিস্টে সবার উপরে নুরুল হাসান সোহান। ২৬ বার বলকে সরাসরি সীমানার বাইরে পাঠিয়েছেন শেখ জামাল অধিনায়ক। মোহামেডানের ওপেনার পারভেজ হোসেন ইমন একই কাজ করেছেন ২১ বার। সর্বোচ্চ ছক্কা হাঁকানোর লিস্টে তৃতীয় অবস্থানে আছেন প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান। তিনি ছয় মেরেছেন ২০টি।
এক নজরে সর্বোচ্চ রান করা ১০ ব্যাটসম্যান:
| ক্রম | নাম | ইনিংস | রান | সর্বোচ্চ | শতক/অর্ধশতক |
| ১ | মিজানুর রহমান | ১০ | ৪১৮ | ১০০* | ১/ ৩ |
| ২ | মাহমুদুল হাসান জয় | ১২ | ৩৯২ | ৮৫* | ০/২ |
| ৩ | নুরুল হাসান সোহান | ১৫ | ৩৮৯ | ৬৬* | ০/১ |
| ৪ | মুমিনুল হক | ১৫ | ৩৮৫ | ৭৮* | ০/২ |
| ৫ | নাঈম শেখ | ১৫ | ৩৭৫ | ৭০ | ০/১ |
| ৬ | নাজমুল হোসেন শান্ত | ১৫ | ৩৬৮ | ৬৫* | ০/২ |
| ৭ | রনি তালুকদার | ১৬ | ৩৬৭ | ৫৯ | ০/৩ |
| ৮ | সাইফ হাসান | ১৪ | ৩৬৫ | ৬০ | ০/৩ |
| ৯ | মোহাম্মদ মিঠুন | ১৬ | ৩৬১ | ৬৭* | ০/৩ |
| ১০ | আনিসুল ইসলাম ইমন | ১৩ | ৩৫৮ | ৬৪ | ০/২ |
টিআইএস/এটি