বিপিএলের এক ম্যাচেই যত রেকর্ড

ঢাকা-সিলেট মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মাত্র ৪৩ বলে ৮১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। দলকে ম্যাচ না জেতাতে পারলেও বেশ উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রীতিমতো রেকর্ডের বন্যা বয়ে গেছেন।
ইমন-সাইমের জুটি
সিলেটের ইনিংসে শুরুর দিকে দলকে চ্যালেঞ্জিং স্কোরের ভিত্তি গড়ে দেয় ইমন-সাইম জুটি। তৃতীয় উইকেটে দুজন মিলে তোলেন ৬৩ রানে। তাতেই হয়েছে রেকর্ড। সিলেট টাইটান্সের হয়ে তৃতীয় উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।
সাব্বির রহমানের সর্বোচ্চ ক্যাচ
সালমান মির্জা ও সাইফ হাসানের করা বলে দুটি ক্যাচ নিয়ে যথাক্রমে রনি তালুকদার ও পারভেজ হোসেন ইমনকে সাজঘরের পথ ধরান সাব্বির রহমান রুম্মন। তাতেই নিজেকে আলাদা করেছেন এই ক্রিকেটার। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটি এখন তার। ঢাকার হয়ে সর্বোচ্চ আটটি ক্যাচ ধরেছেন তিনি। এর আগে সাতটি ক্যাচ ধরে সবার উপরে ছিলেন তানজিদ হাসান তামিম।
আজমতউল্লাহ-আফিফ জুটি
পঞ্চম উইকেটে আফিফ হোসেনকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন আজমতউল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেটে সিলেটেই এটিই সর্বোচ্চ রানের জুটি।
আজমতউল্লাহ-ব্রুকস জুটি
সিলেটের ইনিংসে ষষ্ঠ উইকেটে ইথান ব্রুকস ও আজমতউল্লাহ ওমরজাই মিলে তুলেছেন ৫১ রান। ষষ্ঠ উইকেটে এটাই সিলেটের সর্বোচ্চ রানের জুটি।
শামীম-সাব্বির জুটি
ঢাকা ক্যাপিটালসের জার্সিতে সাব্বির রহমান ও শামীম পাটোয়ারী মিলে গড়েন ৪৬ রানের জুটি। ষষ্ঠ উইকেটে এটাই ঢাকা ক্যাপিটালসের সর্বোচ্চ রানের জুটি।
রনি তালুকদারের ক্যাচের রেকর্ড
সিলেট টাইটান্সের হয়ে এক ইনিংসে দুটি জুটি ক্যাচ ধরেই একাধিক রেকর্ড গড়েছেন রনি তালুকদার। এক ইনিংসে সিলেটের হয়ে সর্বোচ্চ ও দ্বিতীয় ইনিংসে সিলেটের হয়ে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটি এখন তার দখলে।
শামীম-তাসকিন জুটি
নবম উইকেটে খেলতে নামা তাসকিন আহমেদকে নিয়ে অসম্ভব জয় জেতার সম্ভাবনা দেখিয়েছেন শামীম পাটোয়ারী। এসময় দুজন মিলে গড়েন ৫১ রানের জুটি। এটি নবম উইকেট জুটিতে ঢাকার সর্বোচ্চ রানের জুটি।
সবচেয়ে খরুচে বোলার আজমতউল্লাহ
আগের ইনিংসে ব্যাট হাতে অসংখ্য রেকর্ডটি গড়া আজমতউল্লাহ বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। ৪ ওভার বল করে খরচ করেছেন ৪০ রান। তাতেই লজ্জার রেকর্ড হয়েছে তার। মেহেদী হাসান মিরাজকে রেহাই দিয়ে সিলেটের জার্সিতে সবচেয়ে খরুচে বোলারের রেকর্ড গড়েছেন তিনি।
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে আমির
ইনিংসের প্রথম ওভারে বল করতে এসেই মেডেন করেন সিলেট টাইটান্সের মোহাম্মদ আমির। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের ২৮তম মেইডেন এটি। এই সংস্করণের ক্রিকেটে আমিরের চেয়ে বেশি মেইডেন পেয়েছেন কেবল সুনীল নারিন। ক্যারিবিয়ান এই স্পিনার টি-টোয়েন্টিতে ৩৩ বার মেইডেন পেয়েছেন।
আমির আজ মেইডেন ওভারের দিক থেকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। ২৭ বার মেইডেন পেয়েছেন এই বাংলাদেশি স্পিনার। টি-টোয়েন্টিতে সর্বাধিক মেইডেন করা বোলারের তালিকায় এখন তিন নম্বরে আছেন সাকিব।
এমএমএম