বিপিএলে নিজেকে প্রমাণ করতে চান সাদমান

বিপিএলের ড্রাফটে শুরুতে দল পাননি সাদমান ইসলাম। কোনো দলই তাকে আগ্রহ দেখায়নি, তবে শেষ পর্যন্ত বিপিএলে দল পেয়েছেন সাদমান। চট্টগ্রাম রয়েলসের হয়ে আসরের বাকি ম্যাচগুলো খেলবেন তিনি।
আজ বৃৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন সাদমান। সেখানে চট্টগ্রাম রয়্যালসে সুযোগ পাওয়া নিয়ে সাদমান বলেন, 'আলহামদুলিল্লাহ, অবশ্যই তো ইচ্ছা থাকে সবার প্রত্যেকটা ফরম্যাট খেলার। তো আলহামদুলিল্লাহ সুযোগ আসছে, এখন নিজেকে প্রমাণ করার সময়।'
এনসিএল টি-টোয়েন্টিতে যে ধারাবাহিকতা দেখিয়েছিলেন সেটি ধরে রাখার ব্যাপারে আশাবাদী সাদমান, 'হ্যাঁ, তা তো অবশ্যই (এনসিএল টি-টোয়েন্টির ধারাবাহিকতা রাখতে) চাই। কিছুদিন আগেই টি-টোয়েন্টি খেলা হইছে তো ইনশাআল্লাহ যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব। যেভাবে এনসিএলটা খেলছি ওভাবেই ব্যাটিং করার।'
টি-টোয়েন্টি খেলার জন্য প্রস্তুতি নিয়ে সাদমান জানান, 'এনসিএল টি-টোয়েন্টিটা যেভাবে অনুশীলন করছি বা যেভাবে খেলছি ওটা যদি আমি ধরে রাখতে পারি তো ইনশাআল্লাহ, আশা করি ভালো হবে।'
টেস্ট ক্রিকেটের বাইরে টি-টোয়েন্টিতে খেলার সুযোগ প্রসঙ্গে তিনি আরও জানান, 'টি-টোয়েন্টি তো সবসময় খেলা হয় না। তো টেস্টের সাথে সাথে যদি টি-টোয়েন্টি বা ওয়ানডে খেলা থাকে, তখন ওভাবে একটা প্রস্তুতি নেওয়ার সময় থাকে। তো হুট করে যখন টি-টোয়েন্টি আসে একটা প্রস্তুতি নেওয়ার দরকার হয়। আল্লাহর রহমতে এখানে দুই-তিন দিন সময় পেয়েছি, চেষ্টা করছি কীভাবে নিজেকে প্রস্তুত রাখা যায়। ম্যাচে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব।'
এসএইচ/এইচজেএস