বিশ্বকাপ দলে থাকার প্রশ্নে যা বললেন শামীম

বিপিএলে দিনের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। ঢাকা ক্যাপিটালস ৬ রানে হারলেও ব্যাট হাতে বড় ইনিংসের দেখা পেয়েছেন শামীম হোসেন। ৮১ রান করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফসোস ঝরেছে শামীমের কণ্ঠে, দলকে জেতাতে না পারার।
শামীম বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ম্যাচ হেরে গেছি আফসোস ছিল। আমার বিশ্বাস ছিল যতক্ষণ পর্যন্ত থাকব নিজের উপর বিশ্বাস ছিল। সেভাবে চিন্তা করিনি (কাউকে টার্গেট করে খেলা)। অনেক রান দরকার ছিল। কাউকে টার্গেট করিনি সেভাবে। আমি আমার শক্তিটা কাজে লাগিয়ে সফল হতে চেয়েছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হবে সামনে, তার আগে এই ইনিংস কি তাকে দলে থাকতে কিছুটা এগিয়েই দিলো? উত্তরে শামীম বললেন, ‘ওইটা নিয়ে চিন্তা করি না। আমি এখন একটা ভালো টুর্নামেন্ট খেলতেছি, আমার ফোকাস এখানে। আমি চাই এখানে ভালো করতে। বিশ্বকাপের স্কোয়াডে যদি চান্স পাই, ভালো একটা প্রিপারেশন হবে আমার জন্য।’
শামীম আরও বলেছেন, ‘যদি কেউ সাপোর্ট করত, উইকেট অনেক ভালো ছিল। ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। চিন্তা ছিল অবশ্যই বাউন্ডারি মারার। চিন্তা একটাই বাউন্ডারি মারতে হবে কারণ জিততে হবে। (ইনিংসের শেষ বল) ভালো বল করে ফেলেছে, এক্সট্রা অর্ডিনারি বল করে ফেলেছে আমার কিছু করার ছিল না।’
এসএইচ/এইচজেএস