বাজে খেলে নিষিদ্ধ জাতীয় দল

আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) টানা তিন ম্যাচ হেরেছে গ্যাবন। দলের এমন বাজে পারফরম্যান্স মেনে নিতে পারেনি দেশটির সরকার। জাতীয় দলকে নিষিদ্ধ করার পাশাপাশি কোচকে বরখাস্ত ও তারকা ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবেমেয়াংকে দল থেকে বাদ দিয়েছে তারা।
মরক্কোতে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজ গ্রুপের তলানিতে থেকে বিদায়ের পর গ্যাবনের ভারপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রী সিমপ্লিস-দেসির মামবৌলা বুধবার টেলিভিশনে জাতীয় দলকে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। মারাকেশে আইভরি কোস্টের কাছে ৩-২ গোলে হারের পর তিনি বলেন, ‘আফ্রিকা কাপ অব নেশনসে প্যান্থারদের লজ্জাজনক পারফরম্যান্সের পর সরকার কোচিং স্টাফদের অব্যাহতি ও জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। ব্রুনো ইকুয়েলে মাঙ্গা ও পিয়েরে এমেরিক অবেমেয়াংকেও বাদ দিয়েছে।’
সাবেক ডিফেন্ডার থিয়েরি মোয়ুমার কোচিংয়ে গ্যাবনের বিদায় নিশ্চিত হয় ক্যামেরুন ও মোজাম্বিকের কাছে হেরে। আইভরি কোস্টের বিপক্ষে মান বাঁচানোর লড়াইয়ে ২-০ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু তিন গোল হজম করে হার মানতে হয়। এই ম্যাচে খেলেননি অবেমেয়াং। ইনজুরির চিকিৎসা করাতে নিজের ফরাসি ক্লাব মার্শেইতে ফিরে গেছেন তিনি। বাদ পড়ার খবরের জবাবে সাবেক বর্ষসেরা আফ্রিকান ফুটবলার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার মনে হয় ব্যক্তি আমির চেয়ে দলের সমস্যা আরও গভীরতর।’
বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলকে নিষিদ্ধ করার ঘটনা আফ্রিকায় নতুন নয়। কিন্তু ফুটবল সংস্থায় সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে ফিফার কঠোর অবস্থান নীতির কারণে তা এখন বিলুপ্ত বলা চলে। এখন দেখার অপেক্ষা গ্যাবন সরকারের হস্তক্ষেপের ব্যাপারটিতে কীভাবে সাড়া দেয় বিশ্ব ফুটবল সংস্থা।
এফএইচএম/