দর্শকবিহীন ঢাকা ডার্বিতে রয়েছেন যারা

আবাহনী-মোহামেডান ম্যাচ দর্শক শূন্য হয়েছিল ১৯৮৭ সালে। সেই ম্যাচটি ছিল আর্মি স্টেডিয়ামে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে আর কখনো গ্যালারি দর্শকশূন্য ছিল না। আজই প্রথম দেশের দুই ঐতিহ্যবাহী দলের লড়াই বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকবিহীন।
আবাহনীর নিয়মিত অধিনায়ক সোহেল রানা ইনজুরিতে। তার পরিবর্তে আজ আকাশী হলুদ শিবিরে অধিনায়কত্ব করবেন ডিফেন্ডার রায়হান হাসান। মোহামেডানে নিয়মিত অধিনায়ক জাপানি উরু নাগাতা রয়েছেন।
আগের লেগে কুমিল্লায় মোহামেডান নিজেদের হোম ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল। এই মৌসুমে ফেডারেশন কাপে আবাহনী-মোহামেডানের এটি তৃতীয় মুখোমুখি। ফেডারেশন কাপে আবাহনীর কাছে গ্রুপ পর্বে হেরেছিল মোহামেডান।
ঢাকা আবাহনী : শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, মামুন মিয়া, মাসিহ সাইগানি, রিদয়, জুয়েল রানা, মামুনুল ইসলাম মামুন, বেলফোর্ট, সানডে ও রাফায়েল।
ঢাকা মোহামেডান : সুজন (গোলরক্ষক), মাসুদ রানা, কুলদিয়াতে, আতিকুজ্জামান, উরু নাগাতা, ফরহাত রানা, ইয়াসেন, জাফর ইকবাল, হাবিবুর রহমান সোহাগ ও সোলেমান দিয়াবাতে।
রেফারি : মিজানুর রহমান।
এজেড/এমএইচ/এটি