এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপেকে হারানো রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। অন্তত তিন সপ্তাহ তাকে পাবে না দল। হাঁটু মচকে যাওয়ার কারণে মাঠের বাইরে যাওয়া ফরাসি ফরোয়ার্ডকে ছাড়া রিয়াল কীভাবে সাড়া দিবে, সেটা দেখার অপেক্ষা। আপাতত বাস্তবতা হলো, লা লিগার বর্তমান শীর্ষ গোলদাতাকে ছাড়া খেলতে হবে মাদ্রিদ ক্লাবকে। পাশাপাশি তাদের চ্যালেঞ্জ কত তাড়াতাড়ি তাকে ফেরানো যায়। কোচ জাবি আলোনসো অবশ্য জানেন না, কবে ফিরবেন তাদের তারকা ফরোয়ার্ড।
রিয়ালের ট্যাকটিশিয়ান জানালেন, এমবাপেকে চোট থেকে সারিয়ে তুলে ‘যত দ্রুত সম্ভব’ মাঠে ফেরানোর জন্য ক্লাব কাজ করে যাচ্ছে। গত বুধবার মাদ্রিদ নিশ্চিত করেছে যে, এমবাপের বাম হাঁটুতে মচকে যাওয়ার (স্প্রেইন) সমস্যা ধরা পড়েছে। ইএসপিএন-কে সূত্র জানিয়েছে, রোববার রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচে তিনি খেলবেন না। এছাড়া সৌদি আরবে হতে যাওয়া স্প্যানিশ সুপারকোপাতেও তার খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
এই মৌসুমে মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপে এ পর্যন্ত ২৯টি গোল করেছেন। তবে গত কয়েক সপ্তাহ ধরে তাকে শারীরিক অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। গত ডিসেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে তিনি খেলতে পারেননি, যদিও পরে ২০২৫ সালের শেষ তিনটি ম্যাচে তিনি মাঠে ফিরেছিলেন।
বেতিস ম্যাচের আগে শনিবার এক সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘আমরা ফেরার সময়টা কমিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সব ধরনের চেষ্টা করব যাতে তার অনুপস্থিতির সময়টা যতটা সম্ভব সংক্ষিপ্ত হয় এবং সে দ্রুত প্রস্তুত হতে পারে। কিন্তু সেই সময়টা ঠিক কবে? এটাই প্রশ্ন, যা আমি জানি না।’
বেতিস ম্যাচের আগে এই মৌসুমে রিয়ালের ১৮টি লা লিগা ম্যাচের সবকটিতেই এমবাপে খেলেছেন এবং ১৮টি গোল করেছেন। ২০২৫ সালের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গোল করে তিনি এক পঞ্জিকাবর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৫৯ গোলের ক্লাব রেকর্ড স্পর্শ করেন।
এফএইচএম/