‘মুস্তাফিজের দোষ কোথায়’, পাকিস্তানিদের সঙ্গে তুলনা করে আকাশের মন্তব্য

ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি দিনকে দিন তীব্র হয়ে উঠছে। সবশেষ বিসিসিআইয়ের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় তা আরও চরমে। ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে, কেউ বা করেছেন সমালোচনা। এবার এক ভাইরাল ভিডিওতে মুস্তাফিজ ইস্যুতে মুখ খুলে বিতর্ক তুললেন সাবেক ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া।
গত মাসে মিনি নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াই করে মুস্তাফিজকে পায় কলকাতা। বাংলাদেশি হিসেবে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পান তিনি। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগে তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার জোরালো দাবি তোলে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা। এরই জেরে ভারতীয় বোর্ড মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়।
ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া আকাশের মতে, ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে মুস্তাফিজ ভুক্তভোগী। এক্ষেত্রে পাকিস্তানের উদাহরণ টানেন তিনি। প্রতিবেশী দেশটির সঙ্গে বৈরিতার কারণে আইপিএলের দ্বিতীয় আসর থেকে তাদের খেলোয়াড়দের নিষিদ্ধ করে রাখা হয়েছে।
বিসিসিআই-এর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আকাশ বললেন, ‘বাংলাদেশে যা ঘটছে, সেটা বিবেচনায় রেখে বিসিআইকে এমন সিদ্ধান্ত নিতেই হতো। আমার মতে, বিসিসিআই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এটা কলকাতা নাইট রাইডার্সের জন্য একটু চ্যালেঞ্জিং হবে। আইপিএল নিলামের আগে এই সিদ্ধান্ত নেওয়া যেতো। কিন্তু এটা চলমান পরিস্থিতি।’
সাবেক এই ক্রিকেটারের মতে, পাকিস্তানি ক্রিকেটারদের মতোই মুস্তাফিজও কোনো অপরাধ না করে দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার হলেন। এমন ঘটনার ব্যাখ্যা দিলেন তিনি এভাবে, ‘আপনি হয়তো ভাবছেন, মুস্তাফিজের এখানে দোষ কোথায়, আপনি পাকিস্তানি খেলোয়াড়দের বেলাতেও আপনি একই কথা বলতে পারেন, যেখানে তারাও কোনো দোষ করেনি। আমার মতে, এটা পার্শ্বক্ষতি। মানুষ প্রায় সময় তাদের দেশের পাপের মাশুল দেয়। এটা একটা ক্ষমতা, যেটা আপনাকে দেখাতে হবে, আমি এমনটাই মনে করি।’
এফএইচএম/