বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের ইঙ্গিত দুই উপদেষ্টার

মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘোষণায় ক্রিকেটীয় সম্পর্কেরও অবনতি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের। যা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন টাইগার ক্রিকেট ভক্তরা। যেখানে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ না করার পাশাপাশি আইপিএল বয়কটেরও ডাক দিচ্ছেন কেউ কেউ। অন্যদিকে, আইপিএলের সম্প্রচার বন্ধের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা।
এর আগে আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। কিন্তু এবার ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে ৩০ বছর বয়সী এই তারকার জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে গেছে। প্রথমে কট্টর সংগঠনগুলো আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি তোলে, এরপর বিসিসিআইয়ের নির্দেশনা মেনে সেই পথে হেঁটেছে কলকাতা। যদিও তারা এবারই প্রথম বাংলাদেশি এই তারকাকে ৯.২০ কোটি রুপিতে কিনেছিল।
মুস্তাফিজকে আইপিএলের স্কোয়াড থেকে বাদ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল (শনিবার) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে তার অভিমত– ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (মূলত বিসিবি) বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’
এ ছাড়া বাংলাদেশে আইপিএল সম্প্রচারও বন্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ আসিফ নজরুলের, ‘আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশে যেন আইপিএল খেলার সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না।’
পরবর্তীতে একই বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অবগত করার কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি, ‘আপনারা যারা আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশে সব রকম প্লাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর– এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।’
এ ছাড়া মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ‘ন্যাক্কারজনক’ অভিহিত করে তিনি লিখেছেন, ‘আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ এটাও দেখা হবে নিশ্চয়ই।’
এএইচএস